Home জাতীয় একজন গ্রাহকের জন্য সর্বোচ্চ ১০ সিম : বাড়তি সিম বাতিলে ৩০ অক্টোবর...

একজন গ্রাহকের জন্য সর্বোচ্চ ১০ সিম : বাড়তি সিম বাতিলে ৩০ অক্টোবর পর্যন্ত সময়

0
ছবি : সংগৃহীত

একজন মোবাইল গ্রাহক এখন থেকে একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম নিবন্ধন করতে পারবেন। পূর্বে এ সংখ্যা ছিল ১৫। নতুন নির্দেশনায় বাড়তি সিমসমূহ আগামী ৩০ অক্টোবরের মধ্যে বাতিল করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুধবার (৩০ জুলাই) বিটিআরসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায়।

সিম ডি-রেজিস্ট্রেশন করতে হবে কাস্টমার কেয়ারে
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব গ্রাহকের নামে ১০টির বেশি মোবাইল সিম রয়েছে, তাদের অতিরিক্ত সিমগুলো ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে ডি-রেজিস্ট্রার করতে হবে।

নিজের নামে কতটি সিম নিবন্ধিত রয়েছে তা জানতে মোবাইলে ডায়াল করুন *১৬০০১#।

সিদ্ধান্তের পেছনের কারণ
বিটিআরসি জানিয়েছে, আন্তর্জাতিক অনুশীলন, সাইবার নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা বিবেচনায় গত মে মাসে সর্বোচ্চ নিবন্ধনযোগ্য সিম সংখ্যা ১৫ থেকে কমিয়ে ১০-এ নামিয়ে আনার প্রস্তাবনা করা হয়। পরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এই সিদ্ধান্ত অনুমোদন করে।

কত সিম বাতিল হতে পারে?
বিটিআরসির তথ্য অনুযায়ী, নতুন সীমা কার্যকর হলে প্রায় ২৬ লাখ গ্রাহকের মোট ৬৭ লাখ সিম ডি-রেজিস্টার (বাতিল) করা হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version