Home জাতীয় “অস্ট্রেলিয়া তে শোক দিবস পালিত”

“অস্ট্রেলিয়া তে শোক দিবস পালিত”

0

মেলবোর্নে আওয়ামী লীগের ভিক্টোরিয়ার শাখার উদ্যোগে অগ্রিম পালন করা হয়েছে ১৫ অগাস্টের ‘জাতীয় শোক দিবস’

স্থানীয় সময় শনিবার এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শোক দিবস পালন শুরু হয়।
মেলবোর্ন আওয়ামী লীগ ভিক্টোরিয়া শাখার সভাপতি এহতেশামুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি আন্তর্জাতিক জ্বালানী বিশেষজ্ঞ খন্দকার সালেক সুফি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবি ও লেখক মিল্টন হাসনাত, মেলবোর্ন আওয়ামী লীগ ভিক্টোরিয়ার সাধারণ সম্পাদক এস এ রহমান অরূপ ও অন্যান্য নেতারা।
বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে যোগ দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধু হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়ায় স্বৈরশাসকদের তীব্র সমালোচনা করেন। মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনতে শেখ হাসিনার দীর্ঘ সংগ্রাম ও হত্যাকারীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে জাতির পিতার দীর্ঘ ও সংগ্রামী রাজনৈতিক জীবনের উপর নির্মিত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর পরিবারের আত্নত্যাগ কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়।
এটি ছিল মেলবোর্ন আওয়ামী লীগের ভিক্টোরিয়া শাখার নতুন কমিটি আয়োজিত প্রথম অনুষ্ঠান।
অনুষ্ঠানে আগত বঙ্গবন্ধুর চেতনা লালন করা সকল বাংলাদেশিকে নতুন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ দেওয়া হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version