Home আঞ্চলিক যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

0
যৌতুকের জন্য স্ত্রীকে হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী আব্দুল মতিনকে হাজতে নেওয়া হয়।

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া, মরদেহ গোপনের অভিযোগে তাকে আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালমা খাতুন এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত মো. মতিউর রহমান খদগীর ওরফে আব্দুল মতিন (৪৬) তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে (৩০) দুই লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিলেন। চাহিদা পূরণ না হওয়ায় তিনি স্ত্রীকে হত্যা করেন।

মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে বিচারক দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন।

আদালতের পেশকার মো. তার হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version