Home আঞ্চলিক মুন লেক এন্ড ল্যান্ড প্রপার্টিজ এর সৌজন্যে চান্দেরচর অগ্নিবীণা যুব সংঘের উদ্যোগে...

মুন লেক এন্ড ল্যান্ড প্রপার্টিজ এর সৌজন্যে চান্দেরচর অগ্নিবীণা যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

0

মুন লেক এন্ড ল্যান্ড প্রপার্টিজ পিএলসি এর সৌজন্যে চান্দেরচর অগ্নিবীণা যুব সংঘের উদ্যোগে ফুটবল টুনার্মেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (১লা মে) সিরাজদিখানের বালুচর ইউনিয়নের চান্দেরচরে এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ম্যাচের ফাইনালে অংশগ্রহণ করে চান্দেরচর অগ্নিবীণা যুব সংঘ ও পূর্ব ইসলামবাগ স্পোর্টিং ক্লাব। ম্যাচ শেষে পূর্ব ইসলামবাগ স্পোর্টিং ক্লাব ৪-১ গোলে বিজয়ী হয়।

এই ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন লেক এন্ড ল্যান্ড প্রপার্টিজ পিএলসি-এর চেয়ারম্যান জনাব মোঃ আনোয়ার হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে জনাব মোঃ তাজুল ইসলাম (সভাপতি, চান্দেরচর অগ্নিবীণা যুব সংঘ), জনাব মোঃ রমজান আলী (সমাজ সেবক, চান্দেরচর), জনাব মোঃ শহিদ উল্যাহ (এমডি, মুন লেক এন্ড ল্যান্ড প্রপার্টিজ পিএলসি), জনাব মোঃ হাসেম সরকার (ভাইস চেয়ারম্যান, মুন লেক এন্ড ল্যান্ড প্রপার্টিজ পিএলসি), জনাব মোঃ রুপচাঁন মিয়া (ভাইস চেয়ারম্যান, মুন লেক এন্ড ল্যান্ড প্রপার্টিজ পিএলসি) উপস্থিত ছিলেন।

খেলা শেষে পুরস্কার বিতরণের সময় অতিথিরা খেলাধুলার প্রয়োজনীয়তা সম্পর্কে বিভিন্ন কথা বলেন এবং এই আয়োজনের জন্য আয়োজোকদের ধন্যবাদ জানান।

এসময় আয়োজোকদের পক্ষ হতে মুন লেক এন্ড ল্যান্ড প্রপার্টিজ পিএলসি’র পরিচালকদের কাছে অত্র এলাকায় একটি স্থায়ী খেলার মাঠ প্রতিষ্ঠার জন্য অনুরোধ করেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version