Home আঞ্চলিক বরগুনায় জাতীয় শোক দিবস পালন ও বঙ্গবন্ধুর মাগফিরাত কামনায় দোয়া

বরগুনায় জাতীয় শোক দিবস পালন ও বঙ্গবন্ধুর মাগফিরাত কামনায় দোয়া

0

বদরুল ইসলাম, বরগুনা

বরগুনায় বিভিন্ন কর্মসূচিতে পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষ্যে সকাল ৮ টা ১ মিনিটে রাষ্ট্রের পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন। এর পরপরই ফুল দিয়ে শ্রদ্ধা জানায় পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিচার বিভাগ, স্বাস্থ্য বিভাগ, নার্সিং ইনস্টিটিউট, পিটিআই, টিআইবি সহ সরকারি বেসরকারি দপ্তর সমূহ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও সকালে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে কোরআন তেলওয়াত ও দোয়া মোনাজাত করা হয়।

সকাল সাড়ে ৮ টায় শোক র‌্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক আলহাজ্ব মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা করেন, আলোচনার প্রধান অতিথি বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন, সিভিল সার্জন ডাঃ হুমায়ূন শাহীন খান, উপজেলা চেয়ারম্যান, আব্বাস হোসেন মন্টু, পৌর মেয়র মোঃ শাহাদাত হোসেন, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার,আলহাজ্ব আঃ রশিদ মিয়া, আলহাজ্ব আঃ মোতালেব মৃধা প্রমূখ এ শোক সভার আলোচনায় অংশগ্রহন করেন। আলোচনা শেষে বঙ্গবন্ধুকে নিয়ে রচনা প্রতিযোগিতার পুরুষ্কার তুলে দেয়া হয় বিজয়ীদের মাঝে। বক্তারা তাঁদের বক্তব্যে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে আলোচনা করেন এবং বর্তমান প্রজন্মকে এ সম্পর্কে জানার জন্য বলেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version