Home আঞ্চলিক নানা কর্মসূচীর মাধ্যমে পশ্চিম বাকলিয়া ফুটন্ত ফুল ক্লাব’র ৭ম বার্ষিকী উদযাপন

নানা কর্মসূচীর মাধ্যমে পশ্চিম বাকলিয়া ফুটন্ত ফুল ক্লাব’র ৭ম বার্ষিকী উদযাপন

0

রাশেদুল ইসলাম :

গত ৩০শে মার্চ পশ্চিম বাকলিয়া ফুটন্ত ফুল ক্লাব ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচীর মাধ্যমে উদযাপন করে।

সকালে জাতীয় সংগীত,জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদ কিবরিয়া। এরপর দেওয়ান বাজার হতে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়।

বন্দরনগরীর চকবাজার থানাধীন দেওয়ানবাজারস্থ সামাজিক সংগঠন ফুটন্ত ফুল’র মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ এবং শিক্ষানুরাগী ও সিটি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি মাসুদ করিম টিটু।

পশ্চিম বাকলিয়া ফুটন্ত ফুল ক্লাব সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা সজীব লাভু,মোঃ রাজু,মোঃ সোহেল,মোঃ রনি ও কার্যকরী পরিষদ এবং সাধারণ সদস্যবৃন্দ।

দিনব্যাপী এই অনুষ্ঠানে ফ্রি ব্লাড গ্রুপিং,ডায়াবেটিস নির্ণয়,চিত্রাঙ্কন,যেমন খুশী তেমন সাজো প্রতিযোগিতা,বালিশ খেলা,পেনাল্টি শুটসহ বেশ কয়েকটি মনমুগ্ধকর বিনোদনের আয়োজন করা হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version