Home আঞ্চলিক গাইবান্ধায় পুলিশের ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় পুলিশের ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

মোঃ মেহেদী হাসান, গাইবান্ধাঃ

গাইবান্ধা সদর থানার আয়োজনে পুলিশের ওপেন হাউজ ডে ও মত বিনিময় সভা গত (৫ এপ্রিল) বৃহস্পতিবার বেলা ১২ টায় অনুষ্ঠিত হয়।

সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওপেন হাউজ ডে ও মত বিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন মোঃ আব্দুল মান্নান মিয়া। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মইনুল হক, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন।

আরো এ সময় বক্তব্য রাখেন গাইবান্ধা পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাংবাদিক আবু জাফর সাবু, বাংলাভিশনের জেলা প্রতিনিধি আতিকুর রহমান আতিক প্রমুখ।
সভায় জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বস্তরের জনগণের উপস্থিতিতে জেলার সকল থানায় প্রতিমাসে একবার করে ওপেন হাউজ ডে ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে।

কেননা বর্তমানে পুলিশ বিভাগ জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে এবং তাদের সেবা আরো নিশ্চিত করার লক্ষ্যে জনগণের সহায়তায় ব্যাপক তৎপরতা শুরু করেছে। যাতে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন করার পাশাপাশি জনগণের কল্যাণে দ্রুত তাদের দৌড় গোড়ায় সেবা পৌছে দিতে পারে। এ ছাড়া পুলিশিং কমিটি, ওপেন হাউজ ডে ছাড়াও ইতোমধ্যে পুলিশ বিভিন্ন জনকল্যাণমূলক সেবা চালু করেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version