Home আঞ্চলিক ভাইসহ কুষ্টিয়ার সাবেক এমপি রেজাউলের ১৪ ব্যাংক হিসাব জব্দ

ভাইসহ কুষ্টিয়ার সাবেক এমপি রেজাউলের ১৪ ব্যাংক হিসাব জব্দ

0

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক চৌধুরী এবং তার ভাই সাবেক দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বুলবুল আহমেদ চৌধুরী ওরফে টোকেন চৌধুরীর ১৪টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩০ জুন) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ ছুনিয়া খানম দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
এর আগে সন্দেহজনক লেনদেনের অভিযোগে এই দুজনের ব্যাংক হিসাব জব্দের জন্য কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়া।
সোমবার এ আবেদনের শুনানি শেষে বিচারক ছুনিয়া খানম দুই ভাইয়ের ১৪টি ব্যাংক একাউন্ট জব্দের আদেশ দেন।
গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বুলবুল আহমেদ টোকেন চৌধুরী।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version