Home সাহিত্য ভুত রহস্য

ভুত রহস্য

0
লেখক ও লেখকের একমাত্র ছেলে।
পল্লব শাহরিয়ারঃ
শুক্রবার ছুটির দিন। নটার মধ্যে পড়াশোনা শেষ করে রাজা, সোনা আর মানিক পুকুড়পাড়ে ঢিল ছুড়ে ব্যাঙ মারছিল। ব্যাঙগুলো ভারী চালাক। ঢিল ছোড়ামাত্র ওরা টুপ করে জলে ডুবে যাচ্ছিল। এমন সময় হঠাৎ রাজার নজরে পড়ল একটা ভাঙা কলসি। রাজা ওদের ফুটবল দলের ক্যাপ্টেন। সোনা আর মানিক ওকে ক্যাপ্টেন হিসেবেই মানে। রাজা চেঁচিয়ে বলল- স্টপ ঢিল ছোড়া। রাজা এভাবেই কথা বলে। বলে আওে তোরা তো মোটে ক্লাস থ্রীতে পড়িস। সবটুকু ইংরেজিতে বললে তোরা বুঝবি না। রাজার কথায় সোনা আর মানিক ঢিল ছোড়া বন্ধ করে দিল। হাতের ঢিল ফেলে দিয়ে ওরা অ্যাটেনশন হয়ে দাড়িয়ে পড়ল। রাজা তখন ভাঙা করষির দিকে ঝুকে পড়েছে। সোনা আর মানিকও ঝুঁকে পড়ল। রাজা বলল, হোয়াট ইজ ইট? সোনা আর মানিক বলল, কি এটা রাজা? রাজা বলল, ইট ইজ এ ভাঙা কলসি। রাজাকে ভারি চিন্তিত দেখালো। সে বলল, বুঝতে পারলি তোরা ব্যাপারটা? সোনা আর মানিক দুজনেই ঘাড় নাড়ল। রাজা কোমড়ে হাত দিয়ে গম্ভীর গলায় বলল, আজ আর্লি মর্নিংয়ে ও পাড়ার হিরু মামার ফিশ ধরতে আসার কথা ছিল। বাড়িতে মাই মাদার বলছিলেন, হিরু মামা ফিশ ধরতে আসেনি। নাউ বুঝতে পারছি, দি কজ অব হিরু মামার না আসা। সোনা আর মানিক বলল, কি হয়েছে রাজা? রাজা বলল, জটিল কেস। বাট ভুতের পাল্লায় পরে হি…..। তার কি হয়েছে? রাজা বলল, ভুতের পাল্লায় পরে হি মারা পড়েছে। মানে? মানে হিরু মামা নেট ফেলেছিল। ফিশের বদলে উঠল এ কলসি। ভেঙে গেল। বেরিয়ে পড়ল এ ভুত। দি ভুত হিরু মামার নেট মুটকে তাকে ফেল দিল পন্ডের ওয়াটারে। মানিক আর সোনা চেঁচিয়ে উঠল, বল কি রাজা ভাই। রাজা তখন আবার মাটির দিকে ঝুকে পড়েছে। অনেক্ষণ ধরে সে কি একটা দেখল যেন। সোনা আর মানিক চুপচাপ দাড়িয়ে। রাজা তার কোমড় সোজা করল। তারপর মাটির দিকে আঙ্গুল দেখিয়ে আবার বলল, হোয়াট ইচ ইট? কি ওটা? ইট ইজ এ বেলের খোলা বেলের খোলা? ইয়েস! মানে দি ভুত কলসির ভেতরে বসে বেল খেয়েছিল। হি লাইক করত বেল খেতে। তার মানে দি ভুত লং লং এগো থাকত বেলট্রিতে। কলসি থেকে ফ্রি হয়ে নাউ হি এগেন ফিরে গেছে দ্যাট বেল ট্রিতে। মানিক আর সোনা বলল- তাহলে? রাজা বলল, ফরওয়ার্ড মার্চ রাজার নেতৃত্বে ওরা চলল রাজাদের বাগানে। সেখানেই রয়েছে একটা বেলের গাছ। গাছের কাছাকাছি এসে রাজা থমকে দাড়িয়ে পড়ল। ও কি? গাছের তলায় ঝাকড়াচুলো লোকটা কে? রাজা চাপা গলায় বন্ধুদের বলল, ওই তো সেই ভুতটা! স্টপ। লোকটা কিন্তু রাজার গলা শুনতে পেয়ে বলল- কি হয়েছে? রাজা দু’চারবার ঢোঁক গিলে কোনরকম বলল, হিরু মামাকে খুজছি? ও পাড়ার হিরু তো, আচ্ছা তোমরা যাও আমি ওকে পাঠিয়ে দিব। বিকেলে রাজা বল খেলতে যাবার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় রাজাদের বাড়িতে হিরু এসে উপস্থিত। কিরে রাজা তুই নাকি আমায় খুজছিলি। সকালে মাছ ধরতে যাবার কথা ছিল, কিন্তু শরীরটা খারাপ থাকার কারণে যেতে পারিনি। রাজা চুপি চুপি সোনা আর মানিক কে বলল, ওই শোন কি বলছে। মামা বলছে ওর ফিভার হয়েছিল। ভুতটা কি দুষ্ট দেখেছিস। মামাকে সব ফরগেট করিয়ে দিয়েছে। ভাগ্যিস আমরা তিনজন সার্চে গেলাম। তাই ভুতটা মামাকে ফিরিয়ে দিল। ভুতেরা যে সো ভিতু হয় জানতাম না। ছিঃ মানিক আর সোনা বলল ছিঃ ছিঃ রাজা সোনা আর মানিক ফুটবল খেলতে বেরিয়ে গেল।
লেখক,
এক্সেকিউটিভ, এশিয়ান টিভি

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version