রোগ নির্ণয়ে সঠিক তথ্য পাওয়াই চিকিৎসার অন্যতম চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা মনে করছেন, আধুনিক ইমেজিং প্রযুক্তি এই চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন দিগন্ত খুলেছে। সঠিক রিপোর্ট ও বিশ্লেষণ চিকিৎসককে রোগের প্রকৃতি ও অবস্থান শনাক্তে সহায়তা করছে, যা রোগীর জীবনরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শনিবার (৮ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজে বিশ্ব রেডিওলোজি ও রেডিওগ্রাফি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের আয়োজনে দিনটি উদযাপন করা হয় বর্ণাঢ্যভাবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চমেক হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. কাজি মো. আলম। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন। আলোচনা সভায় অংশগ্রহণ করেন প্রফেসর ডা. আনিসুল মাওলা, প্রখ্যাত রেডিওলজিস্ট ডা. এহসান সোবহান চৌধুরী (ডিরেক্টর, শেভরন), ডা. দিদারুল আলমসহ অন্যান্য খ্যাতনামা রেডিওলজিস্টরা।
বিশেষজ্ঞরা বলেন, ইমেজিং প্রযুক্তি এখন শুধুই পরীক্ষা নয়; এটি চিকিৎসার একটি অবিচ্ছেদ্য অংশ। এমআরআই, সিটি স্ক্যান, আলট্রাসাউন্ড ও ডিজিটাল এক্সরের নির্ভুল রিপোর্ট চিকিৎসকদের জন্য নির্ভরযোগ্য পথনির্দেশক হিসেবে কাজ করছে।
তারা আরও উল্লেখ করেন, দেশের অনেক সরকারি ও বেসরকারি হাসপাতালে এখনও উন্নত ইমেজিং যন্ত্রপাতির অভাব রয়েছে, ফলে রোগ নির্ণয়ে বিলম্ব হচ্ছে। প্রতিটি হাসপাতালে হালনাগাদ প্রযুক্তি সংযোজন এবং রেডিওগ্রাফারদের নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করা প্রয়োজন।
আয়োজনে রেডিওগ্রাফারদের পক্ষ থেকেও বৈজ্ঞানিক পেপার উপস্থাপন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানভূমিতে ছিল আলোচনা সভা, আপ্যায়ন ও ক্যাম্পাস প্রদক্ষিণ র্যালি। অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান ছিলেন বায়োটেক ইমেজিং এবং টেসলা রিপোর্টিং।
সিএ/এমআরএফ


