কিছু মানুষ অন্যদের থেকে আলাদা। তাদের বিশেষ কিছু করার দরকার নেই, বরং তাদের আচরণ নিজেই আকর্ষণীয়। ছোট ছোট অভ্যাসও আপনাকে অনুকরণীয় করে তুলতে পারে এবং অন্যদের কাছে ইতিবাচক প্রভাব তৈরি করতে পারে।
অন্যদের গুরুত্ব দেওয়া একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেউ যখন কোনো স্থানে প্রবেশ করে, তখন তাদের উপস্থিতিকে গুরুত্ব দিয়ে আচরণ করা কেবল ভদ্রতা নয়, বরং তাদের সম্মান প্রদর্শনের মাধ্যম।
চিন্তাভাবনা করে উত্তর দেওয়াও একটি প্রভাবশালী অভ্যাস। কঠিন প্রশ্নের আগে বিরতি নেওয়া মানসিক বুদ্ধিমত্তার নিদর্শন এবং বক্তব্যকে সমৃদ্ধ করে।
ডিজিটাল যুগে হাতে লেখা কৃতজ্ঞতার নোট আপনাকে আলাদা করে তুলতে পারে। এটি আন্তরিকতার প্রকাশ এবং সম্পর্কের গভীরতা দেখায়।
আত্মবিশ্বাসী দৃষ্টি এবং চোখে চোখ রাখা করমর্দনের সময় আপনার দৃঢ়তা ও আন্তরিকতা প্রদর্শন করে। এই অভ্যাসে অপরপক্ষ সহজেই আপনার প্রতি আকৃষ্ট হয়।
স্মার্টফোনের যুগে বারবার ফোনে স্ক্রল না করা একটি সৌজন্যসূচক অভ্যাস। জরুরি না হলে ফোন দূরে রেখে আলাপচারিতা চালানো আপনাকে সুন্দর ও মনোযোগী মানুষ হিসেবে তুলে ধরে।
সিএ/এমআর


