শীত শেষের দিকে ত্বকের শুষ্কতা এখনো অনেকের জন্য সমস্যা। এ সময়ে ত্বকের যত্নে ভরসা রাখা যায় অলিভ অয়েল বা জলপাই তেলের ওপর। প্রাচীন কাহিনিতে দেখা যায়, মিসরের রানি ক্লিওপেট্রা নিয়মিত জলপাই তেল ব্যবহার করতেন। এতে প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে।
জলপাই তেলে থাকা ফ্যাটি এসিড ত্বকের আর্দ্রতা ধরে রাখে। নিয়মিত ব্যবহার করলে ত্বক থাকে নরম, মসৃণ ও টানটান। শুধু উজ্জ্বলতা নয়, স্বাভাবিক আর্দ্রতাও বজায় থাকে। এছাড়া ত্বকের দাগছোপ হালকা করতে, ব্ল্যাকহেড ও হোয়াইটহেডস কমাতে এবং প্রাকৃতিক গ্লো ফিরিয়ে আনতেও সাহায্য করে।
ব্যবহারের উপায়:
- ফেসপ্যাকের সঙ্গে মিশিয়ে: কয়েক ফোঁটা জলপাই তেল ফেসপ্যাকে মিশিয়ে ১০–১৫ মিনিট রাখুন, তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।
- গোসলের পানিতে: গোসলের পানিতে কয়েক ফোঁটা জলপাই তেল মিশিয়ে ব্যবহার করলে পুরো শরীরের শুষ্কতা কমে।
- সিরামের মতো: খুব অল্প পরিমাণ হাতে নিয়ে হালকা চাপে মুখে ব্যবহার করা যায়।
নিয়মিত ব্যবহার করলে ত্বক থাকবে কোমল, আর্দ্র ও স্বাভাবিক উজ্জ্বলতায় ভরা।
সিএ/এমআর


