শীতে গরম পানি দিয়ে গোসল আরামদায়ক হলেও চুলের জন্য তা সবসময় ভালো নয়। গরম পানি চুলের তেল ও ময়লা গলিয়ে দেয় এবং কিউটিকল খুলে পুষ্টি পৌঁছায়। তবে অতিরিক্ত গরমে চুল রুক্ষ ও দুর্বল হতে পারে।
ঠান্ডা পানি কিউটিকল বন্ধ করে দেয়, চুল চকচকে হয় এবং আর্দ্রতা ধরে রাখে। তবে তেল বা ধুলাবালু ভালোভাবে ধোয়া যায় না।
বিজ্ঞানসম্মত সমাধান:
- গোসলের শুরুতে কুসুম গরম পানি ব্যবহার করুন।
- শ্যাম্পু ও ম্যাসাজের পর শেষ ধাপে ঠান্ডা পানি ব্যবহার করুন।
- এতে চুলের কিউটিকল বন্ধ হয়, আর্দ্রতা ধরে থাকে এবং চুল সিল্কি ও চকচকে হয়।
সিএ/এমআর


