শীতকালে অনেক শিশুর বারবার ডায়রিয়ায় আক্রান্ত হওয়া একটি সাধারণ সমস্যা। আবহাওয়ার পরিবর্তন, জীবাণুর সক্রিয়তা এবং দৈনন্দিন অভ্যাসের কারণে এ সমস্যা বেশি দেখা দেয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিশেষজ্ঞদের মতে, শীতের সময় রোটাভাইরাস বেশি সক্রিয় থাকে, যা শিশুদের ডায়রিয়ার অন্যতম প্রধান কারণ। এ সময় শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও তুলনামূলকভাবে কমে যায়, ফলে ভাইরাস ও ব্যাকটেরিয়া সহজে আক্রমণ করতে পারে।
ঠান্ডার কারণে অনেক সময় শিশুদের হাত ঠিকভাবে ধোয়ার অভ্যাসে অবহেলা দেখা যায়। এতে জীবাণু শরীরে প্রবেশের ঝুঁকি বাড়ে। শীতকালে পানির চাহিদা কম অনুভূত হওয়ায় শিশুরা কম পানি পান করে, যা পানিশূন্যতা তৈরি করে এবং ডায়রিয়ার সম্ভাবনা বাড়ায়।
এছাড়া বাসি বা দীর্ঘ সময় বাইরে রাখা খাবার এবং ঠিকভাবে পরিষ্কার না করা বোতল বা ফিডার থেকেও সংক্রমণ হতে পারে। চিকিৎসকরা শিশুকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করানো, বিশুদ্ধ পানি পান করানো, তাজা ও গরম খাবার দেওয়ার পরামর্শ দিয়েছেন। ডায়রিয়া হলে দ্রুত ওআরএস খাওয়ানো এবং প্রয়োজন হলে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার কথা বলা হয়েছে।
সিএ/এমআর


