ফ্যাশন সচেতন মানুষ হলেও পোশাকে ছোটখাটো ভুলের কারণে প্রায়ই পুরো সাজটাই ঠিকমতো ফুটে ওঠে না। তবে এই ভুলগুলো ঠিক করা একেবারেই সহজ। সামান্য কিছু পরিবর্তনেই আপনার দৈনন্দিন লুক হবে আরও পরিপাটি, আধুনিক এবং আত্মবিশ্বাসী।
অনেক সময় পোশাক ঠিকঠাক না ফিট করলে আকৃতি যেমন লুকিয়ে যায়, তেমনি ভুল জুতো বাছাই করলে দারুণ পোশাকও ম্লান দেখায়। আবার অ্যাকসেসরিজ না দিলে সাজটা অসম্পূর্ণ লাগে। একঘেয়ে রঙের ব্যবহার বা পুরোনো সিলুয়েট আউটফিটকে অনাকর্ষণীয় করে তোলে।
খেয়াল রাখুন—সঠিক মাপের পোশাক, প্রয়োজন অনুযায়ী অ্যাকসেসরিজ, আউটফিটের সঙ্গে মানানসই জুতো, সামান্য রঙের টাচ এবং ট্রেন্ড অনুযায়ী কাট—এগুলোই আপনার স্টাইলকে আরও উন্নত করবে। পাশাপাশি ব্যাগ-জুতোর যত্ন নেওয়া এবং ব্যক্তিগত গ্রুমিংয়েও সচেতন হতে হবে। পরিষ্কার চুল ও নখ, সতেজ ত্বক—লুককে করে আরো গোছানো।
আপনার ওয়ার্ডরোব পুরো বদলাতে হবে না। শুধু ছোট কিছু পরিবর্তনেই দারুণ পরিবর্তন দেখতে পাবেন নিজের সাজে।
সূত্র: Bright Side
সিএ/এমআরএফ


