চুলে রং করা অনেকেরই দৈনন্দিন অভ্যাস। কেউ স্টাইল পরিবর্তনের জন্য, কেউ বা পাকা চুল ঢাকার জন্য নিয়মিত হেয়ার ডাই ব্যবহার করেন। তবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের গবেষকরা সতর্ক করেছেন, ঘন ঘন রাসায়নিক হেয়ার ডাই ব্যবহারে কিডনিতে মারাত্মক সমস্যা হতে পারে।
গবেষকরা জানিয়েছেন, হেয়ার ডাইয়ে থাকা রাসায়নিক পদার্থ মাথার ত্বকের মাধ্যমে শরীরে শোষিত হয়ে রক্তে মিশে কিডনিতে পৌঁছায়। কিডনি সাধারণত রক্ত থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়, কিন্তু ডাইয়ের কিছু রাসায়নিক এটি ফিল্টার করতে সক্ষম নয়। ফলে শরীরে জমে নানা জটিল সমস্যা সৃষ্টি করতে পারে।
বিশেষ করে প্যারা-ফিনাইলিন ডায়ামিন (PPD) সবচেয়ে বিপজ্জনক। এটি গাঢ় রং তৈরির জন্য ব্যবহৃত হয় এবং রক্তে ঢুকে কিডনি, লিভার ও ফুসফুসের ক্ষতি করতে পারে। এছাড়া প্রপিলিন গ্লাইকল, অ্যামোনিয়া, অ্যামাইনো ফেনল এবং ভারী ধাতু যেমন সিসা ও পারদও হেয়ার ডাইয়ে থাকে।
বিশ্বজুড়ে প্রায় ৮৫ কোটি মানুষ কিডনির সমস্যায় ভুগছেন। কিডনি শুধু বর্জ্য পদার্থ সরবরাহ করে না, বরং রক্তচাপ নিয়ন্ত্রণ, হরমোন নিঃসরণ ও ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
গবেষকরা সুপারিশ করেছেন, চুলে রং করতে চাইলে রাসায়নিক ডাইয়ের পরিবর্তে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা নিরাপদ। উদাহরণস্বরূপ:
- হেনা বা মেহেদি: অরগ্যানিক হেনা পাউডার লিকার চা দিয়ে মিশিয়ে ৩-৪ ঘণ্টা রেখে মাথায় লাগান।
- আমলকি ও কফি মিশ্রণ: তিন চামচ আমলকী পাউডার, তিন চামচ হেনা ও এক চামচ কফি মিশিয়ে পেস্ট তৈরি করে দুই ঘণ্টা মাথায় রাখুন।
- কারিপাতা ও নারকেল তেল: নারকেল তেলে কারিপাতা ফুটিয়ে মালিশ করুন।
ঘন ঘন রাসায়নিক হেয়ার ডাই ব্যবহার কিডনিসহ শরীরের অন্যান্য অঙ্গ ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই প্রাকৃতিক উপায়ে চুলের যত্ন নেওয়াই সবচেয়ে নিরাপদ।
সিএ/এমআর


