বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন স্ন্যাপচ্যাটের সাবেক প্রধান কৌশল কর্মকর্তা (সিএসও) ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী ইমরান খান। শনিবার (২৯ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
অধ্যাপক ইউনূস দেশের ক্রমবর্ধমান ফিনটেক, স্বাস্থ্যসেবা ও সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগের আমন্ত্রণ জানান। জবাবে ইমরান খান বলেন, জন্মভূমিতে বিনিয়োগের জন্য এটাই উপযুক্ত সময়। ইউনূসের দারিদ্র্য দূরীকরণে আজীবন প্রচেষ্টা তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।
ইমরান খান উল্লেখ করেন, গত বছরের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তাঁর মতে, দেশে এখন অনুকূল নিয়ন্ত্রক পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে ফিনটেক খাতের প্রবৃদ্ধি তাঁকে উৎসাহিত করছে এবং সঠিক সুযোগ এলে বিনিয়োগও বৃদ্ধি পাবে।
প্রযুক্তি খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ইমরান খান আলিবাবার রেকর্ড-ব্রেকিং আইপিওতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। স্ন্যাপচ্যাটে দায়িত্ব পালনকালে তিনি স্বল্প সময়ে কোম্পানির মূল্য শূন্য থেকে ৭২৮ মিলিয়ন ডলারে উন্নীত করতে সহায়তা করেন। বর্তমানে তিনি প্রোয়েম অ্যাসেট নামে একটি বিনিয়োগ সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও।
অধ্যাপক ইউনূস আলোচনায় মার্কিন বিনিয়োগকারীদের বিনিয়োগের এক শতাংশ সামাজিক ব্যবসা উদ্যোগে বরাদ্দ দেওয়ার প্রস্তাব রাখেন। এ প্রস্তাবকে আন্তরিকভাবে স্বাগত জানান ইমরান খান। তিনি আগামী মাসগুলোতে বাংলাদেশ সফরের পরিকল্পনার কথাও জানিয়েছেন।
সিএ/এমআরএফ


