Home আন্তর্জাতিক সাবেক পর্ন অভিনেতা জুয়ান কার্লোস ফ্লোরিয়ান হচ্ছেন কলম্বিয়ার সমতা মন্ত্রী, নিয়োগ ঘিরে...

সাবেক পর্ন অভিনেতা জুয়ান কার্লোস ফ্লোরিয়ান হচ্ছেন কলম্বিয়ার সমতা মন্ত্রী, নিয়োগ ঘিরে বিতর্ক তুঙ্গে

0

ধর্মীয়ভাবে রক্ষণশীল ও ক্যাথলিক প্রভাবিত লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় সাবেক পর্ন অভিনেতা ও সমকামী অধিকারকর্মী জুয়ান কার্লোস ফ্লোরিয়ানকে সমতা মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে দেশটির সরকার—এমন সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে চলছে তীব্র বিতর্ক। শুক্রবার সরকারি সূত্রে বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নতুন সমতা মন্ত্রী হিসেবে ফ্লোরিয়ানের দায়িত্ব হবে সমাজের প্রান্তিক, দুর্বল ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনা এবং তাদের জন্য বিভিন্ন সেবার নিশ্চয়তা বিধান।

ফ্লোরিয়ান এর আগেও কলম্বিয়ায় একটি জুনিয়র মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন।

তবে তার অতীত জীবন ও পরিচয় নিয়ে রক্ষণশীল রাজনৈতিক মহল ও ক্যাথলিক গির্জা সংগঠনগুলো ব্যাপক আপত্তি তুলেছে। অন্যদিকে, অনেকে একে বৈচিত্র্য ও সামাজিক অন্তর্ভুক্তির পথে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর নেতৃত্বাধীন বামপন্থী সরকার গত তিন বছরে ইতোমধ্যেই ৫০ জনেরও বেশি মন্ত্রী পরিবর্তন বা পদত্যাগে গেছে। জুয়ান কার্লোস ফ্লোরিয়ানের নিয়োগ সেই ধারাবাহিকতারই অংশ হলেও তার অতীত পেশাগত পরিচয় এই সিদ্ধান্তকে দেশজুড়ে বিতর্কিত করে তুলেছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version