Home আন্তর্জাতিক মিয়ানমারে দাঙ্গা ছড়াতে ব্যবহৃত হয়েছে ফেসবুক

মিয়ানমারে দাঙ্গা ছড়াতে ব্যবহৃত হয়েছে ফেসবুক

0

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ স্বীকার করেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত দাঙ্গা উসকে দিতে ফেসবুকের ব্যবহার করা হয়েছে। যে দাঙ্গার জেরে গত আগস্ট থেকে প্রায় সাত লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। প্রাণ হারিয়েছে শত শত মানুষ। সেই মানবিক বিপর্যয়কে (যুক্তরাষ্ট্রের মতে জাতিগত নির্মূল) আরও ভয়াবহ পর্যায়ে নিতে যেতে ফেসবুকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

সংবাদমাধ্যম ভক্সকে সোমবার দেয়া সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, রাখাইনে রোহিঙ্গা বিরোধী, মুসলিম বিরোধী প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল ফেসবুকের মাধ্যমে। কোম্পানি বিষয়টি নিয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছে।

মিয়ানমারে উভয় পক্ষের যেসব মানুষ ফেসবুকের মেসেঞ্জারে ‘সেনসেশনাল বার্তা’ ছড়াচ্ছিল তাদের চিহ্নিত করে থামিয়ে দেয়া হয়েছিল বলেও দাবি করেছেন জাকারবার্গ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version