Home আন্তর্জাতিক ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলনে কাতারের সমর্থন

ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলনে কাতারের সমর্থন

0

ইসরায়েল কর্তৃক ভূমিদখলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের চলমান প্রতিরোধ আন্দোলনে সমর্থন দিয়েছে কাতার। বুধবার ফিলিস্তিনের চলমান পরিস্থিতি নিয়ে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া সাথে টেলিফোনে আলাপ করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি। এ সময় ফিলিস্তিনিদের সংগ্রাম ও অধিকারের প্রতি পূর্ণ সমর্থন জানান।

ইসমাইল হানিয়া বলেন, ইহুদিবাদী ইসরাইলের নিপীড়নমূলক নীতির পরও ফিলিস্তিনিরা নিজ ভূখণ্ডে ফেরার প্রচেষ্টা অব্যাহত রাখবে। গত শুক্রবার ফিলিস্তিনি ভূমি দিবসে অভিন্ন লক্ষ্য নিয়ে গাজা সীমান্তে অবস্থান কর্মসূচি পালন করা হয় এবং তার প্রতি হামাসের সমর্থন ছিল। অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া নিরস্ত্র সাধারণ মানুষের ওপর ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর হামলার বিষয়টি তুলে ধরেন হামাস নেতা হানিয়া।

কাতারের আমির বলেছেন, ফিলিস্তিনিদের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি ফিলিস্তিনি জনগণ বিশেষ করে অবরুদ্ধ গাজা উপত্যকার অধিবাসীদের প্রতি তার সহানুভূতির কথা তুলে ধরেন। এর আগে, গত শুক্রবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে ইহুদিবাদী ইসরাইলের হত্যাকাণ্ডের নিন্দা জানান। শুক্রবার ফিলিস্তিনের ভূমি দিবস উপলক্ষে গাজা সীমান্তে আয়োজিত অবস্থান কর্মসূচিতে ইহুদিবাদী ইসরাইলের সেনারা গুলি চালালে কমপক্ষে ১৮জন নিরস্ত্র ফিলিস্তিনি নিহত হন। এ নিয়ে মুসলিম বিশ্বে নিন্দার ঝড় উঠে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version