Home আন্তর্জাতিক নেতানিয়াহুর বাসভবনে গোপন ক্যামেরা স্থাপনের দাবি ইরানি এমপির

নেতানিয়াহুর বাসভবনে গোপন ক্যামেরা স্থাপনের দাবি ইরানি এমপির

0
নেতানিয়াহুর বাড়ির সামনের এলাকা। ফাইল ছবি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে গোপন নজরদারি ক্যামেরা স্থাপন করেছে ইরান—এমন বিস্ফোরক দাবি করেছেন ইরানের পার্লামেন্ট সদস্য মোজতবা জারেই। তিনি দাবি করেন, এ তথ্য অনুমাননির্ভর নয় বরং নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে প্রমাণিত।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর-এর প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জারেই লেখেন, “আমরা কখনোই নেতানিয়াহুর এত কাছাকাছি পৌঁছাতে পারিনি। এবার তার বাড়ির এমন একটি স্থানে নজরদারি ক্যামেরা স্থাপন করেছি, যেখান থেকে সরাসরি নজরদারি সম্ভব।”

এই ঘটনাকে ইরানি গোয়েন্দা সংস্থার জন্য একটি বড় অর্জন বা “অভূতপূর্ব মাইলফলক” বলেও উল্লেখ করেন তিনি। আরও বলেন, “জায়নবাদীদের ঘাঁটিতে এখন আর কোনো গোপন স্থান নেই।”

তবে এ বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

বিশ্লেষকেরা বলছেন, এই দাবি ইরান ও ইসরাইলের মধ্যে চলমান প্রচারযুদ্ধের অংশ হিসেবে দেখা যেতে পারে। দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে এমন বক্তব্য আরও উত্তেজনা বাড়াতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবর মাসে লেবানন থেকে নেতানিয়াহুর বাসভবনে একটি ড্রোন হামলা চালানো হয়েছিল। ধারণা করা হয়, ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ওই হামলার সঙ্গে জড়িত ছিল। যদিও ওই হামলার দায় এখনো কেউ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version