Home আন্তর্জাতিক ট্রাম্পের শুল্ক হুমকি উপেক্ষা করেই রাশিয়া থেকে তেল কিনবে ভারত

ট্রাম্পের শুল্ক হুমকি উপেক্ষা করেই রাশিয়া থেকে তেল কিনবে ভারত

0
সংগৃহীত ছবি।

মার্কিন চাপ সত্ত্বেও জ্বালানি সরবরাহে মস্কোর ওপর নির্ভরতা অব্যাহত রাখার ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকেই তেল আমদানি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। শনিবার (২ আগস্ট) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, নয়াদিল্লির উচ্চপদস্থ দুই কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি ট্রাম্প ভারতের বিরুদ্ধে “অন্যায্য বাণিজ্য চর্চা” এবং “রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ জ্বালানি ও সামরিক সম্পর্ক” থাকার অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে বলেন, আগস্টের শুরু থেকে ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে এবং অতিরিক্ত জরিমানাও গুনতে হবে।

পরদিন তিনি আরও দাবি করেন, ভারত নাকি রাশিয়া থেকে আর তেল কিনবে না— যদিও এ বিষয়ে কোনো প্রমাণ বা নিশ্চিত তথ্য দেননি। ট্রাম্পের এই মন্তব্যকে ভিত্তিহীন দাবি করে ভারতীয় কর্মকর্তারা স্পষ্ট জানান, দীর্ঘমেয়াদী চুক্তির অধীনে রাশিয়া থেকেই তেল কিনে যাবে ভারত।

তাদের ভাষ্য, রাশিয়া বর্তমানে ভারতের সবচেয়ে বড় জ্বালানি সরবরাহকারী, যা ভারতের মোট তেল আমদানির প্রায় ৩৫ শতাংশ জোগান দেয়। ফলে রাতারাতি এই সরবরাহ বন্ধ করা সম্ভব নয়।

ভারত সরকার জানিয়েছে, তারা জি-৭ ও ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত মূল্যসীমা মেনেই রাশিয়া থেকে তেল আমদানি করছে এবং এর কোনোটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পরিপন্থী নয়।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা বিশ্ব বাজারের বাস্তবতা বিবেচনায় জ্বালানি উৎস বাছাই করি। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক অন্য কোনো দেশের দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা উচিত নয়।”

হোয়াইট হাউস বা ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো আসেনি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version