Home ফিচার মুক্তাগাছায় মোঘল আমলে নির্মিত মসজিদ ‘লক্ষীপুরের ভূঁইয়া বাড়ি মসজিদ’

মুক্তাগাছায় মোঘল আমলে নির্মিত মসজিদ ‘লক্ষীপুরের ভূঁইয়া বাড়ি মসজিদ’

0

জান্নাতুল নাঈম(চঞ্চল):
বাংলাদেশের অন্যতম প্রাচীন জেলা ময়মনসিংহে আনাচে কানাচে ছড়িয়ে আছে বহু প্রাচীন নিদর্শন। বিভিন্ন রাজবাড়ী, জমিদারবাড়ীর পাশাপাশি রয়েছে বহু ধর্মীয় উপসানলয়।তেমনি একটি প্রাচীন মসজিদ হলো ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার লক্ষীপুর ভূঁইয়া বাড়ি মসজিদ।

পুরাতন স্থাপত্যের এ মসজিদটি এখনো জানান দিচ্ছে তখনকার সময়ের স্থাপত্য শৈলির নিদর্শন।
মসজিদটি কতসালে প্রতিষ্ঠিত তা জানা না গেলেও বিভিন্ন মাধ্যম থেকে জানাযায়, লক্ষীপুর গ্রামের ভূঁইয়া বাড়ির মসজিদ ১১৩৫ সালে প্রথম সংস্কার হয়েছিল। যা দেয়ালে লিপিবদ্ধ আছে।
মসজিদটির দেয়াল ৩৬ ইঞ্চি পুরু উত্তর পাশে অবস্থিত ভগ্নাবশেষটি আসলে কি ছিল তা কেউ বলতে পারে না।
মসজিদটির দৈর্ঘ্য ২০ হাত এবং প্রস্থ ১০ হাত,মসজিদটির সমান আকৃতির দুটি গম্বুজ রয়েছে।

মুক্তাগাছা উপজেলা শহর থেকে ফুলবাড়িয়া রোডে মোঘল আমলে নির্মিত এই ছোট্ট সুন্দর মসজিদ টি অবস্থিত।
এত পুরাতন ও সুন্দর একটি মসজিদ আমাদের মুক্তাগাছায় রয়েছে অনেকের ই অজানা।

মসজিদ টি রামভদ্রপুর বাজার পার হয়ে লক্ষ্মীপুর স্কুল এর অপজিটে মাটির রাস্তায় অল্প দূরত্বে অবস্থিত।

সুন্দর এই মসজিদটি মোঘল আমলে নির্মিত এবং মুক্তাগাছা তথা ময়মনসিংহের অন্যতম প্রাচীন নিদর্শনগুলোর একটি,
সম্প্রতি এই মসজিদটি প্রত্নতত্ববিভাগ সংরক্ষণের উদ্যোগ নিয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version