পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল আলিজেহ শাহ আবারও আলোচনায়। কারণ, হঠাৎ করেই ইনস্টাগ্রাম থেকে নিজের সব ছবি ও পোস্ট ডিলিট করে দিয়েছেন তিনি। প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উপস্থিতি কমিয়ে আনেন এই অভিনেত্রী, তবে এবার একেবারে সব মুছে ফেলার সিদ্ধান্তে ভক্তদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।
আলিজেহ জানিয়েছেন, জীবনের কঠিন সময়গুলোতে তিনি সামাজিক মাধ্যমে অনেক আবেগপ্রবণ পোস্ট শেয়ার করেছিলেন। পরে বুঝতে পারেন, সেগুলো ছিল অস্থিরতা ও মানসিক চাপে নেওয়া সিদ্ধান্ত। তাই তিনি এখন নতুনভাবে শুরু করতে চান।
এক ভিডিও বার্তায় আলিজেহ বলেন, “আমি একসঙ্গে খুশি ও লজ্জিত। তখন আমি নিজেকেই চিনতাম না। যেসব পোস্ট দিতাম, সেগুলো ছিল আমার ভেতরের কষ্টের প্রতিফলন।”
এর আগে অভিনেত্রী তার মানসিক স্বাস্থ্যের সংকট নিয়েও খোলামেলা কথা বলেছেন। বিনোদন অঙ্গনের নেতিবাচক অভিজ্ঞতার কারণে তিনি মানসিক আঘাত-পরবর্তী উদ্বেগে (ট্রমা) ভুগছেন বলে জানিয়েছিলেন।
একসময় পাকিস্তানি নাটক জগতের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন আলিজেহ শাহ। তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি অভিনয় থেকে দূরে এবং সামাজিক মাধ্যমেও নীরব। পোশাক ও আচরণ নিয়ে একাধিক বিতর্কে জড়ানোর পর এবার তিনি নিজেকে নতুনভাবে গুছিয়ে নিচ্ছেন বলে মনে করছেন অনেকে।
সিএ/এমআর


