দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা গোপনে বাগদান সম্পন্ন করেছেন বলে গুঞ্জন রয়েছে। সূত্রের খবর, আগামী বছর তারা বিয়ে করবেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে রাশমিকা প্রকাশ করেছেন বিজয়ের সঙ্গে সম্পর্ক ও ঝগড়া নিয়ন্ত্রণের দিকগুলো।
রাশমিকা জানিয়েছেন, ছোটখাট বিষয় নিয়েই মাঝে মাঝে ঝগড়া শুরু হয়। কোথায় যাবে, কিভাবে কথা বলবে, কার সঙ্গে কথা বলবে বা বলবে না—এ ধরনের বিষয়গুলো থেকেই সমস্যার সূত্রপাত হয়। ছোট ভুল বোঝাবুঝি থেকে সম্পর্কের মধ্যে জটিলতা তৈরি হলে দুই পক্ষই সমস্যার সম্মুখীন হন।
জীবনসঙ্গীর গুণাবলি নিয়ে রাশমিকা বলেন, “জীবনের প্রতিটি পর্যায়ে তার সঙ্গে থাকা জরুরি। তার সঙ্গে থাকলে যেন আমি নিরাপদ বোধ করি।” তিনি আরও বলেন, জীবনসঙ্গীর মনে দয়ামায়া থাকতে হবে এবং আমাকে সম্মান জানাতে হবে। সম্পর্কের যত্ন নেওয়া তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহানুভূতিশীল মন ছাড়া পথ চলা মুশকিল।
বিয়ে সম্পর্কে এখনও সরাসরি কিছু বলেননি রাশমিকা। তবে সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের উপস্থিতিতে সাতপাক ঘুরবেন জুটি। প্রাথমিকভাবে ভালোবাসা দিবসের দিকে লক্ষ্য করে বিয়ের আয়োজনের পরিকল্পনা হয়েছে। তবে এখনও চূড়ান্ত তারিখ ঠিক হয়নি।
অনেক দিন ধরেই বিজয় ও রাশমিকাকে নিয়ে গুঞ্জন ছড়াচ্ছিল দক্ষিণী চলচ্চিত্র পাড়ায়। বিভিন্ন স্থানে একসঙ্গে দেখা গেছে তাদের। ভক্তদের মধ্যে ধারণা ছিল, তারা প্রেম করছেন। বাগদানের খবর প্রকাশের পর সেই ধারণাই সঠিক প্রমাণিত হলো।
সি.এ/এমআর


