ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী এবার আসছেন সাংবাদিকের ভূমিকায়। অদিতি রায়ের পরিচালনায় তার নতুন ওয়েব সিরিজ ‘অনুসন্ধান’-এ শুভশ্রীকে দেখা যাবে ক্রাইম জার্নালিস্ট অনুমিতার চরিত্রে। মুক্তির অপেক্ষায় থাকা এই সিরিজের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।
সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকারে ‘লেডি সুপারস্টার’ তকমা নিয়ে নিজের অবস্থান জানালেন শুভশ্রী। তিনি বলেন, “আমাকে অনেকে লেডি সুপারস্টার বলেন। কিন্তু শুধুই সুপারস্টার কথাটা কোনও অভিনেত্রীকে বলতে শুনেছেন? এটাও আমাদের মানসিকতা, যা হয়তো ধীরে ধীরে বদলাবে।”
‘অনুসন্ধান’ সিরিজে শুভশ্রী অভিনয় করছেন এক সাহসী অনুসন্ধানী সাংবাদিকের ভূমিকায়, যিনি মহিলা সংশোধনাগারের ভেতরে ঘটে যাওয়া রহস্যজনক ঘটনার অনুসন্ধান করেন। যেখানে কোনও পুরুষের প্রবেশাধিকার নেই, অথচ একাধিক বন্দি নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন—এই ভয়াবহ রহস্যের সূত্র খুঁজবেন অনুমিতা।
সাহসী চরিত্রে অভিনয় প্রসঙ্গে শুভশ্রী বলেন, “আমি খুব খুশি যে আমাকে এমন চরিত্রে ভাবা হয়েছে। এই বিষয়টি নিয়ে আলোচনা হওয়া জরুরি, যদিও সংবাদে খুব সামান্য জায়গা পায়। শিল্পী হিসেবে আমাদের প্রতিবাদের মাধ্যম ভিন্ন।”
আগামী ৭ নভেম্বর হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘অনুসন্ধান’। এর আগে শুভশ্রীর ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।
সিএ/এমআর


 
                                    
