অস্কারজয়ী ভারতীয় সঙ্গীত পরিচালক এ আর রহমান তার পেশাগত জীবনের পাশাপাশি আধ্যাত্মিক জীবনের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়েও প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, কীভাবে তিনি ‘দিলীপ কুমার’ থেকে বিশ্বখ্যাত ‘এ আর রহমান’ হয়ে উঠেছেন।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এ আর রহমান তার জীবনে আধ্যাত্মিকতার ওপর বিশেষভাবে ভরসা রাখতে শুরু করেন তার বাবার মৃত্যুর পর। প্রিয়জনের অকালমৃত্যুর পর কঠিন সময় পার করতে গিয়ে তিনি জীবনের নতুন অর্থ খুঁজতে থাকেন। তিনি এমন সময়ই নিজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন, যা আজ পুরো বিশ্বে তার পরিচিতি।
প্রতিবেদনে বলা হয়, জন্মসূত্রে হিন্দু ধর্মাবলম্বী সঙ্গীত পরিচালকের নাম ছিল দিলীপ কুমার। জীবনে এই আমূল পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমার জীবনে আধ্যাত্মিক পরিবর্তন আসে আমার বাবার মৃত্যুর পর। আমি এবং আমার পরিবার একজন হিন্দু জ্যোতিষীকে দেখিয়েছিলাম। তারপরই আমরা ইসলাম ধর্মে দীক্ষিত হই।’
তিনি আরও জানিয়েছেন, ‘তিনিই আমার নাম পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন এবং আমাকে দুটি নামের মধ্যে একটি বেছে নিতে বলেছিলেন—যথাক্রমে আবদুর রহমান ও আবদুর রহিম। সত্যি বলতে, আমি কখনই আমার জন্মনাম নিয়ে খুশি ছিলাম না। তাই নাম পরিবর্তনের পরামর্শ পেয়ে আমার মা আমাকে বলেন, আবদুর না রেখে আল্লারাখা রহমান রাখতে।’
এ আর রহমান বলেন, ‘আমার শুরু থেকেই রহমান নামটি পছন্দ ছিল। আর আল্লারাখার অর্থ হলো আল্লাহর দ্বারা সুরক্ষিত। এই সময়ই আমি এবং আমার পরিবার ইসলাম ধর্মে দীক্ষিত হই।’
সিএ/এমআর


