মহাকালেরও সমাপ্তি হয় বোধহয় এমনই করে,
ইতিহাসের আকাশেও মাঝে মাঝে নিস্তব্ধতা নামে,
শব্দ ভাষা হারায়, অশ্রু হার মানায় বাক্যকে,
যেন একটি দীর্ঘ যুগ নিঃশব্দে মিলিয়ে যায়।
বাংলাদেশের রাজনীতির দৃঢ়তম স্তম্ভ, গণতন্ত্রের অবিচল এবং একমাত্র প্রহরী, সদা আপসহীন নেত্রী, বেগম খালেদা জিয়া আমাদের মায়া ছেড়ে মহাকালের পথে বিদায় নিয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কারাগারের অন্ধকারে থেকেও যিনি আলো জ্বেলেছেন,
অবমাননা আর নিপীড়নের মধ্যেও যিনি মাথা নত করেননি,
রক্তচক্ষু উপেক্ষা করে যিনি উচ্চারণ করেছেন-
মানুষের অধিকার, ভোটের মর্যাদা, রাষ্ট্রের সম্মান,
আজ তাঁর প্রয়াণে –
শূন্য হয়ে গেছে রাজপথের প্রতিটি স্লোগান,
নীরব হয়ে গেছে প্রতিরোধের প্রতিটি কণ্ঠ।
সব সুখ থেমে গেছে ঐ শেষ নিঃশ্বাসে।
আমরা আমাদের দৃঢ়তার পাঠশালা খুইয়েছি,
সহনশীলতার প্রতিমাকে হারিয়েছি!
দেশনেত্রী, আপনি অবশ্যই থাকবেন আমাদের আদর্শে, মায়ের মতো আশ্রয়ে, লড়াকু সৈনিকের মতো দৃঢ়তায়।
শ্রদ্ধার্ঘ রইবে আপনার দুচরণে,
মহাকালের কাব্যে নত শীর রবে আপনার তরে
আপনার মৃত্যু তো এক সাময়িক দেহত্যাগ মাত্র,
আপনি এখনো আছেন আমাদের সবার অন্তরে।
আল্লাহ তায়ালা আমাদের শক্তি দিক, ধৈর্য্য দিক। আদর্শ ধরে রাখার তৌফিক দিক।


