Home সাহিত্য ছড়া-কবিতা কবিতাঃ শেষ লেখা

কবিতাঃ শেষ লেখা

0

শেষ লেখা……

কবিতার ছন্দ হারিয়ে গেছে,
তবুও ইচ্ছে করে কবিতা লিখতে।
গানের সুর হারিয়ে গেছে ,
তবুও ইচ্ছে করে কোকিল হয়ে গান গাইতে।
কল্পনাও হারিয়ে গেছে ,
তবুও ইচ্ছে করে স্বপ্ন দেখতে।
ছেলে বেলার সেই স্মৃতি হারিয়ে গেলেও ,
তবুও আবার মনে করতে ইচ্ছে করে
ছুটে যাই সেই ছেলে বেলায় ।
কেন বদলে যায় সবকিছু ?
কেন শেষ হয়ে আবার শুরু হয়?
গানের সুর একদিন হারিয়ে গেলেও,
তবুও কোকিল হয়ে গান গাইতে চাইছি,
কিন্তু হায় আবারও সেই,
কালো কাকের কা-কা ডাক।
কবি হয়ে কবিতা লিখতে চাইলেও ,
হারিয়ে যায় কবিতার ছন্দ ।
তবে সবকিছুই তো শেষ হবেই একদিন,
থাকবে না গান; দেখবো না আলো,
ভাসবে না কল্পনা, লিখবো না কবিতা ।
তবুও, থেকে যাবে, স্মৃতি।
আর থাকবে, সেই শেষ লেখা ।

লেখকঃ আনিস মিয়া

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version