অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে বিতর্ক থামছেই না। সম্প্রতি যুগল শাড়ি ইভেন্টে তার উপস্থিতি ও সমালোচনার পর এবার নতুন করে ভারতীয় চলচ্চিত্র ‘ভালোবাসার মরশুম’-এর প্রযোজক শরীফ খান প্রায় সাড়ে চার লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, চুক্তি অনুযায়ী কাজ না করেও তিশা অগ্রীম নেওয়া অর্থ ফেরত দেননি।
অভিযোগের বিষয়ে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিশা জানান, অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ফালতু। তিনি বলেন, আমাকে চুক্তির সময় এক তৃতীয়াংশ পেমেন্ট দেয়া হয়েছিল। এই সিনেমার শুটিংয়ের জন্য ভিসা পাওয়ার অপেক্ষায় দেড় মাস কোনো কাজ করিনি। চুক্তিতে উল্লেখ আছে, শুটিং বাতিল হলে এই অর্থ ফেরত যাবে না। সেই অনুযায়ীই পরিস্থিতি তৈরি হয়েছে।
শরীফ খানের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন তিশা। তিনি বলেন, ‘শরীফ (শরীফ খান) নামে একজন আমার সাথে মধ্যরাতে ফোন করে কথা বলতে চেয়েছে, এত রাতে আমি কেন কথা বলব? এটা তো পেশাদার আচরণ হতে পারে না। আমি অবশ্য দিনে যোগাযোগের চেষ্টা করেছি। আর উনি তো এই সিনেমার প্রযোজকই নন। এর বেশি কিছু বলতে হলে আমার আইনজীবী বলবেন।’
এদিকে তিশার আইনজীবী জসীম উদ্দিন জানান, তিশা চুক্তি অনুযায়ী সব নিয়ম মেনে কাজের জন্য প্রস্তুত ছিলেন। তিনি শিডিউল প্রদান করেছেন এবং অপেক্ষায় ছিলেন। কিন্তু পরিচালক ও প্রযোজনা কর্তৃপক্ষ যথাসময়ে ভিসা এবং শুটিং প্রস্তুতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। ফলে চুক্তির শর্ত অনুযায়ী দায় স্পষ্টভাবে প্রযোজনা কর্তৃপক্ষের। বরং শুটিং বিলম্বের কারণে তিশাই ক্ষতিগ্রস্থ হয়েছেন বলে দাবি করেন তিনি।
ভারতীয় সিনেমা ‘ভালোবাসার মরশুম’ এর মাধ্যমে বড়পর্দায় অভিষেক হওয়ার কথা ছিল তিশার। কিন্তু প্রযোজনা জটিলতা ও প্রশাসনিক সমস্যার কারণে ছবির কাজ শুরুই হয়নি। ইতোমধ্যে শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ সিনেমার কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। চলতি বছরের শেষ দিকেই সিনেমাটি মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে।
সিএ/এমআরএফ


