ঢালিউডে ফের নতুন আলোড়ন সৃষ্টি করেছেন সুপারস্টার শাকিব খান। তার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশের পর থেকে দর্শকদের আগ্রহ তুঙ্গে। সম্প্রতি শাকিব নিজেই জনসম্মুখে নতুন লুকে হাজির হয়ে ভক্তদের নজর কেড়েছেন।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন শাকিব খান। ছবিগুলোতে দেখা যায়, কালো সানগ্লাসে চোখ ঢাকা এবং বিশেষভাবে তার গোঁফের প্রতি ভক্তদের নজর গেছে। এই লুকে শাকিব কয়েকটি ভিন্ন ভিন্ন পোজ দিয়েছেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
গত শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন শাকিব খান। তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই সেখানে হাজারো ভক্তের ভিড় জমে। ভক্তরা তাকে এক নজর দেখার জন্য উৎসাহ ও উচ্ছ্বাসে ভরে ওঠে। ভিডিওতে দেখা যায়, শাকিব দর্শকদের দিকে হাত নেড়ে তাদের ভালোবাসার জবাব দেন। নিরাপত্তা কর্মীরা ভিড় সামলাতে হিমশিম খেতে দেখা গেছে।
এ সময় উপস্থিত কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান শাকিবকে নতুন সিনেমার লুক নিয়ে প্রশ্ন করেন। শাকিব খান গোঁফ প্রসঙ্গে বলেন, ‘শুটিং শেষে মেকআপ যারা আমার রিমুভ করেন আমি মাঝে মাঝে তাদের বলি, আমার গোঁফটা খুলে দাও। অনেকে অনেকক্ষণ আমার গোঁফের সামনে হাত দিয়ে পরীক্ষা করে তারপর বলে এটাতো আসল।’ হাসি মিশিয়ে তিনি বিষয়টি প্রকাশ করেন। তবে গোঁফ আসল নাকি নকল, তা স্পষ্ট করা হয়নি।
প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স-এর সিনেমা ‘সোলজার’-এ শাকিব খানকে একজন দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে। অ্যাকশন–ড্রামা ঘরানার এই সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে বলে জানা গেছে।
সিএ/এমআরএফ


