অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে কলকাতার একটি চলচ্চিত্রে কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি নিজে থেকেই সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন। এ নিয়ে নানা গুঞ্জনের পর অবশেষে মুখ খুললেন অভিনেত্রী।
সম্প্রতি টালিউডের ‘ভালোবাসার মরশুম’ সিনেমা থেকে বাদ পড়ার খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তানজিন তিশা। তিনি জানান, দেশের টানে এবং শাকিব খানের সঙ্গে অভিষেকের সুযোগ হাতছাড়া না করতে কলকাতার সিনেমাটি ছেড়েছেন।
তিশা বলেন, “দুটি সিনেমার শিডিউল একই সময়ে পড়েছে। আমি চেয়েছি বাংলাদেশের সিনেমার মাধ্যমেই অভিষেক হোক। আর শাকিব খানের মতো তারকার সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাইনি।”
এসময় কিছু গণমাধ্যমের খবরে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “কিছু শিরোনামে অবাক হয়েছি। আমার সঙ্গে কথা না বলেই তারা লিখেছে। আমি চাই, সাংবাদিকরা কিছু লেখার আগে অন্তত আমার সঙ্গে আলাপ করুক।”
এর আগে চলচ্চিত্রটির নির্মাতাদের একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, ভিসা জটিলতার কারণে শুটিংয়ে অংশ নিতে পারেননি তানজিন তিশা; ফলে তাকে বাদ দিয়ে নেওয়া হয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে। তবে তিশা দাবি করেছেন, সিদ্ধান্তটা তারই ছিল।
এদিকে শাকিব খানের বিপরীতে দীর্ঘদিনের গুঞ্জন এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমায় প্রথমবার জুটি বাঁধছেন শাকিব খান ও তানজিন তিশা। দেশপ্রেমের ভিন্নধর্মী গল্পে নির্মিত এ সিনেমার শুটিং ইতোমধ্যে শুরু হয়েছে। আগামী ১১ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেবেন তিশা।
সংশ্লিষ্টরা আশা করছেন, চলতি বছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুতেই সিনেমাটি মুক্তি পেতে পারে।
সিএ/এমআর