বলিউড সুপারস্টার এবং ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান সম্প্রতি আবারও প্রাক্তন স্ত্রীর সঙ্গে তার আন্তরিক সম্পর্কের পরিচয় দিয়েছেন। মুম্বাইয়ের ‘ইমার্জেন্স নেহেরু সেন্টার আর্ট গ্যালারি’-তে আয়োজিত প্রদর্শনীতে প্রথম স্ত্রী রিনা দত্তের পাশে হঠাৎ হাজির হয়ে সবাইকে চমকে দেন তিনি।
প্রদর্শনীটি ১৮ নভেম্বর থেকে শুরু হয়েছে। রিনা দত্ত ইনস্টাগ্রামে আমিরের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, রিনা পরেছেন কালো প্রিন্টেড শাড়ি এবং ম্যাচিং ব্লাউজ, আর আমির খান ছিলেন সবুজ কুর্তা, কালো প্যান্ট ও ওয়েস্ট কোটে। ছবির ক্যাপশনে রিনা লিখেছেন, ‘যখন আপনার প্রাক্তন আপনাকে চমকে দেয় এবং আপনার প্রদর্শনীতে আসে। আমার আর্ট জার্নিতে অবিরাম সমর্থনের জন্য ধন্যবাদ আমির।’
১৯৮৬ সালে আমির ও রিনার বিয়ে হয়, পরে ২০০২ সালে তাদের বিচ্ছেদ ঘটে। তাদের দুই সন্তান—জুনেদ খান ও ইরা খান। এরপর ২০০৫ সালে আমির কিরণ রাওকে বিয়ে করেন; তাদের একটি ছেলে আজাদ। ২০২১ সালে আমির ও কিরণ আলাদা হয়ে যান।
বর্তমানে আমির খানের নতুন সম্পর্ক গৌরী স্প্র্যাটকের সঙ্গে। গৌরী চলচ্চিত্র জগতের বাইরে থাকায় এই সম্পর্ককে ব্যক্তিগত রাখেন আমির। তবে প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সুপরিপক্ব যোগাযোগ এবং শিল্প-সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত উপস্থিতির মাধ্যমে আমির বারবার নিজের ব্যক্তিত্বের ভিন্ন দিক উপস্থাপন করছেন।
সিএ/এমআরএফ


