হলিউডে দীর্ঘদিন ধরে নিজের পরিচিতি ও শক্ত অবস্থান প্রতিষ্ঠা করার পর আবার বলিউডে ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া। দেশি গার্ল খ্যাত এই অভিনেত্রীকে এবার দেখা যাবে দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলির নতুন সিনেমা ‘গ্লোবট্রটার’-এ।
ইতোমধ্যে প্রকাশিত হয়েছে প্রিয়াঙ্কার চরিত্র ‘মন্দাকিনী’-এর প্রথম পোস্টার। পোস্টার প্রকাশ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন লুক নিয়ে ভক্ত ও সমালোচকদের মধ্যে প্রশংসার ঝড় বয়ে গেছে। পোস্টারে দেখা যায়, হলুদ শাড়ি পরে প্রিয়াঙ্কা এক হাতে বন্দুক ধরে লক্ষ্যবস্তুতে গুলি ছুঁড়ছেন। অভিনেত্রী নিজেও পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘যতটা দেখা যায়, সে তার চেয়েও বেশি কিছু, মন্দাকিনীকে স্বাগত জানাও।’
পরিচালক এস এস রাজামৌলি প্রিয়াঙ্কার ভারতীয় চলচ্চিত্রে ফিরে আসার বিষয়েও অভিবাদন জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘যিনি ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নতুনভাবে সংজ্ঞায়িত করেছেন। স্বাগতম, দেশি গার্ল! দুনিয়া তোমার মন্দাকিনীর নানা রূপ দেখার অপেক্ষায়।’
সিএ/এমআরএফ


