Monday, January 26, 2026
21 C
Dhaka

এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় পুরুষের তালিকাতে বাংলাদেশী চার তরুণ

বাংলাদেশের মডেলরা এখন নজর কাড়ছেন আন্তর্জাতিক মহলে। শুধু কি তাই, এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় পুরুষের তালিকাতেও নাম লিখিয়েছেন তারা। সম্প্রতি দক্ষিণ এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় পুরুষের তালিকা করে মার্কিন সংবাদমাধ্যম বাজ ফিড। সেই তালিকায় উঠে আসে বাংলাদেশের চার সুদর্শন পুরুষের নাম।

সংবাদমাধ্যমটির ওই তালিকায় স্থান পাওয়া হলিউড তারকা ও বলিউড তারকাদের সঙ্গে নাম লিখিয়েছেন বাংলাদেশের এই মডেলরা। শুধু কি তাই, রীতিমত বলিউডের তারকাদের পেছনে ফেলে আসতে সক্ষম হয়েছেন তারা।

তালিকার প্রথম ও দ্বিতীয়তে আছেন, বলিউড অভিনেতা হৃত্বিক রোশন ও বিদ্যুৎ জামওয়াল। এরপর দক্ষিণ এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় পুরুষের তালিকার শীর্ষ ১০তম স্থান অধিকার করেছেন বাংলাদেশের র‍্যাম্প মডেল আসিফ আজিম। তারপরেই ১১তম স্থানে আছেন বলিউড অভিনেতা রণবীর সিং। এদিকে ১৩তম স্থানও অধিকার করে রেখেছেন বাংলাদেশের মডেল ইফতেখার জাইব। ১৭তমতে আছেন বাংলাদেশের তরুণ জ্যান উদ্দিন। তিনি বাংলাদেশের ছেলে হলেও তার বেড়ে ওঠা ইংল্যান্ডেই, তাই তার বিনোদন জগতের কর্মকাণ্ডও যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ঘিরে। অন্যদিকে ২২তম স্থানে আছেন বাংলাদেশের মডেল নিবিড় আদনান নাহিদ।

বাজ ফিডের এ তালিকা নিয়ে আলাপ হয় বাংলাদেশের অন্যতম র‍্যাম্প মডেল নিবিড় আদনান নাহিদের সঙ্গে। আলাপকালে নিবিড় বলেন, ‘এই তালিকার শীর্ষে আমার ও আমাদের দেশের তারকাদের নাম দেখে সত্যি-ই খুব ভালো লাগছে। যদিও আমাদের দেশে আন্তর্জাতিক মডেলের সংখ্যা এখনো অনেক কম। আমি চাইবো বাংলাদেশে মডেলরা যেন আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি প্রতিনিধিত্ব করতে পারেন। আমি আমার দেশকে বিশ্বের সব জায়গায় তুলে ধরতে চাই। যাতে করে আমাদের দেশ আরও সামনে দিকে এগিয়ে যেতে পারে।’

এক নজরে দেখে নেওয়া যাক বাজ ফিডের এশিয়ার সবচেয়ে আকর্ষণীয় পুরুষের তালিকায় বাংলাদেশের চার জন সুদর্শন পুরুষকে।

আসিফ আজিম

১০তম স্থান অধিকারী ৩৪ বছর বয়সী মডেল আসিফ আজিম। বাংলাদেশের র‍্যাম্প মডেল হিসেবে বেশ সুনাম কামিয়েছেন তিনি। বেশ-বিদেশি বহু নামিদামি ফ্যাশন হাউসে দক্ষতার সঙ্গে মডেল হয়েছেন। জার্মান ও অস্ট্রেলিয়ার ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদেও স্থান পায় তার ছবি। ভারতের রিয়্যালিটি শো বিগবস ৭ এ তার অংশগ্রহণ ছিল। এ ছাড়া বিভিন্ন দেশে অনুষ্ঠিত হওয়া একাধিক ফ্যাশন উইকেও অংশ নিয়েছেন মেহেরপুরের তরুণ আসিফ আজিম।

ইফতেখার জাইব

১৪তম স্থান অধিকারী বাংলাদেশের মডেল ইফতেখার জাইব। বাংলাদেশের খ্যাতিমান ফ্যাশন হাউসগুলোর মডেল তিনি। মডেলিংয়ের পাশাপাশি তিনি অভিনয়ও করেন। ২০১৫ সালে মুক্তি পাওয়া ঢালিউড চলচ্চিত্র ‘জিরো ডিগ্রি’তে অভিনয় করে ছিলেন তিনি। যা ছিল তার জীবনে প্রথম কোনো ছবিতে অভিনয়। চট্টগ্রামের ছেলে ইফতেখার জাইব ভীষণ ফ্যাশন সচেতনও বটে।

জ্যান উদ্দিন

১৭তম স্থান অধিকারী জ্যান উদ্দিন বাংলাদেশের ছেলে হলেও তার বেড়ে ওঠা ইংল্যান্ডেই। বাংলাদেশি-ব্রিটিশ অভিনেতা হিসেবে তিনি বেশ জনপ্রিয়। ২০০৬ সাল থেকে বিনোদন জগতে তার বিচরণ। লন্ডনে অবস্থিত অ্যাকাডেমি ড্রামা স্কুল থেকে ১৯ বছর বয়সে অভিনয়ের উপর ডিগ্রি নেন তিনি। ইংল্যান্ডের বিভিন্ন টেলিভিশন সিরিজ নাটক, হলিউড ছবি, অনুষ্ঠান ও বিবিসি ইংল্যন্ডের বেশ কিছু অনুষ্ঠানে কাজ করে সুনাম অর্জন করেন বাংলাদেশের এই তরুণ।
নিবিড় আদনান নাহিদ

২২তম স্থানে আছেন নিবিড় আদনান নাহিদ। বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান ফ্যাশান হাউসগুলোতে সুনামের সঙ্গে মডেলিং করে খ্যাতি অর্জন করেন তিনি। র‍্যাম্প মডেলিং ছাড়াও বাংলাদেশের নামিদামি কোম্পানির বিজ্ঞাপনেও দক্ষতার সঙ্গে কাজ করেছেন ফরিদপুরের এই ছেলে।

spot_img

আরও পড়ুন

শীতে শিশুর ডায়রিয়া বাড়ার কারণ কী

শীতকালে অনেক শিশুর বারবার ডায়রিয়ায় আক্রান্ত হওয়া একটি সাধারণ...

কম্পিউটার ব্যবহারে নতুন দক্ষতার চাবিকাঠি

কম্পিউটার এখন শুধু কাজের যন্ত্র নয়, বরং দৈনন্দিন জীবনের...

হৃদযন্ত্র সুস্থ রাখতে ইসবগুলের ভূমিকা

শীতকালে শরীরে পানির চাহিদা কম অনুভূত হলেও ডিহাইড্রেশন ও...

নতুন গ্রহাণু আবিষ্কারে কী জানা গেল

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, পৃথিবীর দুটি চাঁদ...

প্রতিদিন আদা পানি খেলে কী পরিবর্তন আসে

সকালে খালি পেটে আদার পানি পান করা শরীরের জন্য...

নাসার ক্যামেরায় ধরা পড়ল মহাকাশের বিস্ময়

মহাকাশে মঙ্গলগ্রহের খুব কাছ দিয়ে অতিক্রম করা এক বিরল...

শীতে সুস্থ থাকতে রোদ পোহানোর গুরুত্ব

শীতকালে রোদ পোহানো শুধু আরামদায়কই নয়, ভিটামিন ডি পাওয়ার...

প্রযুক্তিনির্ভর হজ ব্যবস্থাপনার প্রস্তুতি

২০২৬ সালের হজকে সামনে রেখে পবিত্র মক্কায় মসজিদুল হারাম...

আর মাধবন ও প্রসেনজিৎ পেলেন পদ্মশ্রী সম্মান

ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক...

কোথায় দেখা যাবে সূর্যগ্রহণ

নতুন বছর ২০২৬ সালে জ্যোতির্বিজ্ঞানের হিসাবে মোট চারটি গ্রহণ...

সুস্থ থাকতে কখন চা খাবেন

অনেকে খাবার শেষ করেই চা পান করার অভ্যাস রাখেন।...

গণভোট ও জাতীয় নির্বাচনকে ঘিরে ইসির সর্বাত্মক প্রস্তুতি

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিটি পর্যায়ে...

নামাজে দোয়ার গুরুত্ব ও ফজিলত

পাঁচ ওয়াক্ত নামাজ প্রত্যেক মুসলমানের ওপর ফরজ। নামাজের প্রতিটি...

আয়-ব্যয়ের হিসাব প্রকাশের শর্তে বেতন বৃদ্ধির প্রস্তাব

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির উদ্যোগ যৌক্তিক হলেও দেশের অর্থনৈতিক...
spot_img

আরও পড়ুন

শীতে শিশুর ডায়রিয়া বাড়ার কারণ কী

শীতকালে অনেক শিশুর বারবার ডায়রিয়ায় আক্রান্ত হওয়া একটি সাধারণ সমস্যা। আবহাওয়ার পরিবর্তন, জীবাণুর সক্রিয়তা এবং দৈনন্দিন অভ্যাসের কারণে এ সমস্যা বেশি দেখা দেয় বলে...

কম্পিউটার ব্যবহারে নতুন দক্ষতার চাবিকাঠি

কম্পিউটার এখন শুধু কাজের যন্ত্র নয়, বরং দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ সহচর। অফিসের রিপোর্ট লেখা, ডিজাইন তৈরি, ডেটা বিশ্লেষণ কিংবা অনলাইনে যোগাযোগ—সব ক্ষেত্রেই কিবোর্ড ও...

হৃদযন্ত্র সুস্থ রাখতে ইসবগুলের ভূমিকা

শীতকালে শরীরে পানির চাহিদা কম অনুভূত হলেও ডিহাইড্রেশন ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যায়। এ সময় ইসবগুলের ভুসি নিয়মিত খেলে শরীর সুস্থ রাখতে বড় ভূমিকা...

নতুন গ্রহাণু আবিষ্কারে কী জানা গেল

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, পৃথিবীর দুটি চাঁদ রয়েছে এবং এটি ২০৮৩ সাল পর্যন্ত থাকবে। এমন তথ্য নাসার বরাত দিয়ে ছড়ালেও বাস্তবে এই...
spot_img