বাংলাদেশি চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর সিনেমা আবারও প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। দীর্ঘদিন পর তার জনপ্রিয় কয়েকটি চলচ্চিত্র নিয়ে বিশেষ আয়োজন শুরু করেছে ঢাকার একটি মাল্টিপ্লেক্স। নতুন প্রজন্মের দর্শকের পাশাপাশি পুরোনো ভক্তদের মাঝেও এ আয়োজন ঘিরে তৈরি হয়েছে আগ্রহ।
মাত্র সাড়ে তিন বছরের চলচ্চিত্রজীবনে ২৭টি সিনেমায় অভিনয় করে ঢাকাই সিনেমায় অনন্য অবস্থান তৈরি করেছিলেন সালমান শাহ। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে তার অভিষেক হয়, যা তাকে দ্রুতই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। আধুনিকতা, স্টাইল ও রুচিশীল অভিনয়ের মাধ্যমে নব্বইয়ের দশকে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের স্বপ্নের নায়ক।
পুরান ঢাকার বাবু বাজার ব্রিজসংলগ্ন লায়ন সিনেমাস মাল্টিপ্লেক্সে ‘ফিরে দেখি সালমান শাহ’ শীর্ষক আয়োজনে তার একাধিক সিনেমা প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে রয়েছে ‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’ ও ‘সত্যের মৃত্যু নেই’। এসব সিনেমা পরিচালনা করেছেন যথাক্রমে বাদল খন্দকার, শিবলী সাদিক ও ছটকু আহমেদ।
এই আয়োজন নিয়ে এক ভিডিওবার্তায় লায়ন সিনেমাস কর্তৃপক্ষ জানায়, সালমান শাহ শুধু একজন অভিনেতা নন, তিনি পুরো ঢাকাই চলচ্চিত্রের ধারায় পরিবর্তন এনেছিলেন। তার নাম একটি প্রজন্মের অনুভূতির সঙ্গে জড়িয়ে আছে, আর তার বিদায় আজও অসংখ্য সিনেমাপ্রেমীকে আবেগাপ্লুত করে।
আয়োজকরা আরও জানান, ‘ফিরে দেখি সালমান শাহ’ আয়োজনটি শুরু হয়েছে ২৩ জানুয়ারি এবং চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন একটি সিনেমার দুটি করে শো প্রদর্শিত হচ্ছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ। তার অকালপ্রয়াণে শোকাহত হয়েছিল গোটা দেশ। বহু বছর পরও তার সিনেমা ও স্মৃতি দর্শকদের মাঝে একই রকম আবেদন ধরে রেখেছে।
সিএ/এসএ


