বলিউডের আইকনিক সিনেমা ‘বাজিগর’-এ খলনায়কের চরিত্রে অভিনয় করে শাহরুখ খান নজির স্থাপন করেছিলেন। ছবিতে কাজলও অভিনয় করেছিলেন। তবে সম্প্রতি জানা গেছে, এই ছবিতে শাহরুখের বদলে প্রথমে ভাবা হয়েছিল অন্য একজন সুপারস্টারকে।
সেই সুপারস্টার ছিলেন সালমান খান। কিং খানের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত সালমান প্রথমে ‘বাজিগর’-এর অফার পান, কিন্তু তিনি ছবিটি না করার সিদ্ধান্ত নেন। একটি পুরনো সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সঞ্জয় লীলা বনসালির ‘দেবদাস’ ছবিও প্রথমে তাঁকে অফার করা হয়েছিল, যা তিনি পরে প্রত্যাখ্যান করেন।
সালমান খান বলেন, তিনি কোনো ছবিতে কাজ করতে চাননি যা তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অভিনেতার মতে, একজন শিল্পী হিসেবে তিনি এমন প্রকল্প বেছে নিতে চান যা সমাজে, বিশেষ করে তরুণদের মোটিভেট করবে। সালমান আরও জানিয়েছেন, ‘রাধে’ ছবির দর্শকদেরও তিনি সতর্ক করেছিলেন যেন তারা কোনো খারাপ কাজ অনুসরণ না করে, বরং তার ভুল থেকে শিক্ষা নিক।
সালমানের এই সিদ্ধান্তের কারণে ‘বাজিগর’-এ সুযোগ পেয়ে শাহরুখ খানের ক্যারিয়ার নতুন দিশা পায় এবং তাকে বলিউডের এক পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠা করে।
সূত্র: পুরনো সাক্ষাৎকার, বিনোদন সংবাদ
সিএ/এএ


