দীপিকা পাডুকোনের নাম দক্ষিণি ইন্ডাস্ট্রির কিছু বড় প্রজেক্ট থেকে বাদ পড়ার গুঞ্জন নিয়ে কিছুদিন আগেই তোলপাড় সৃষ্টি হয়েছিল। নাগ অশ্বীনের ‘কল্কি’ এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’- থেকে বাদ পড়ার খবর সেই উত্তাপকে আরও বাড়িয়েছিল। কিন্তু সমালোচকদের সব জল্পনাকে উপেক্ষা করে দীপিকা এবার আরও বড় বাজেটের সিনেমায় নাম লিখিয়েছেন।
গত বছরের জুনে শোনা গিয়েছিল, ‘জওয়ান’-এর সাফল্যের পর ফের পরিচালক অ্যাটলির সঙ্গে কাজ করতে চলেছেন দীপিকা। এই ছবিতে তাঁর সহ-অভিনেতা ‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুন। অভিনেত্রীর জন্মদিনে সেই বহুল আলোচিত সিনেমা থেকে ফাঁস হয়েছে দীপিকার সম্ভাব্য লুক, যা ইতিমধ্যেই ভাইরাল।
‘AA22XA6’ নামের এই মেগা প্রজেক্টের বাজেট প্রায় ৮০০ কোটি রুপি। ‘জওয়ান’ খ্যাত অ্যাটলির এই ছবির প্রযোজনা করছে তামিলের প্রভাবশালী সংস্থা সান পিকচার্স। প্রযোজনা সংস্থার লোগোসহ একটি পেজ থেকেই ফাঁস হয়েছে দীপিকার লুকের সম্ভাব্য ছবি।
ভাইরাল পোস্টারে দেখা যাচ্ছে দীপিকাকে দু’হাতে তলোয়ার ধরে যোদ্ধা রূপে, যা অনেকের চোখে ‘সামুরাই’ অবতার মনে হচ্ছে। তবে পোস্টারটি অফিসিয়াল নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি হয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর অনুযায়ী, অ্যাটলি-আল্লু অর্জুনের এই ছবিতে দীপিকা একেবারে ভিন্ন রূপে দর্শকের সামনে আসবেন—যে অবতার আগে কখনও বড় পর্দায় দেখা যায়নি। সোমবার অভিনেত্রীর জন্মদিনে সম্ভাব্য ‘সামুরাই’ লুক প্রকাশের সঙ্গে ভক্তদের উত্তেজনার পারদ চড়েছে।
বলিউড সূত্রে জানা গেছে, বর্তমানে অ্যাটলি ছবির অ্যাকশন-নির্ভর চিত্রনাট্য নিয়ে ব্যস্ত। গত এক বছর ধরে পুনর্জন্মের প্রেক্ষাপটে গল্পের কাঠামো তৈরি হচ্ছে। ছবিতে অতীত ও বর্তমান—দুই সময়কালের সমন্বয় ঘটানো হয়েছে।
কাল্পনিক জগতের আবরণে থাকবে একের পর এক রুদ্ধশ্বাস অ্যাকশন দৃশ্য। ইতিমধ্যেই জানা গেছে, আল্লু অর্জুনের যোদ্ধা অবতার বড় চমক দেবে দর্শকদের জন্য। সেই গল্পে দীপিকার চরিত্রও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, সঞ্জয়লীলা বানসালির ‘বাজিরাও মাস্তানি’-তে দীপিকা আগে তরবারি হাতে যোদ্ধা রূপে দর্শকের নজর কেড়েছিলেন। এবার অ্যাটলির ‘AA22XA6’-এ ‘সামুরাই’ অবতারে দীপিকাকে দেখা গেলে তা দর্শক ও অনুরাগীদের জন্য এক বিরাট চমক হবে।
সিএ/এএ


