কার্তিক আরিয়ানের প্রেমজীবন বিএ-টাউনে সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দু। মাঝে মাঝে তাঁর নাম নতুন সম্পর্কের গুঞ্জনের সঙ্গে জড়ায়। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ছে, যদিও সেই বিষয়ে কার্তিক বা শ্রীলীলার কেউই প্রকাশ্যে মুখ খোলেননি।
এবার ইন্ডাস্ট্রিতে নতুন একটি নাম ঘিরে চর্চা শুরু হয়েছে। জানা গেছে, কার্তিক বয়সে অনেকটাই ছোট এক তরুণীর সঙ্গে সম্পর্কের জল্পনায় রয়েছেন। ওই তরুণীর নাম কারিনা কুবিলিয়ুট।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ছবি। ছবিতে গোয়ার সমুদ্রতটে রোদ পোহাতে দেখা গেছে অভিনেতাকে। যদিও ছবিতে কার্তিকের মুখ দেখা যাচ্ছে না, শুধু পা দেখা গেছে। এ ছবি পোস্ট হওয়ার কিছুক্ষণ পরই কারিনা নিজের সোশ্যাল হ্যান্ডেলে গোয়ার সমুদ্রতটের একটি ছবি পোস্ট করেন।
দুই ছবির মিল খেয়াল করেই জল্পনা শুরু হয়। কার্তিকের ছবিতে দেখা গিয়েছিল একটি ভলিবল কোর্ট, যা কারিনার ছবিতেও স্পষ্ট। এই মিল দেখে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার করতে দেরি করেনি।
ইন্ডাস্ট্রির অনেকেই লক্ষ্য করেছেন, কিছুদিন আগেও কারিনাকে ইনস্টাগ্রামে অনুসরণ করতেন কার্তিক। তবে সম্পর্কের গুঞ্জন ছড়াতেই অভিনেতা নাকি তাঁকে ‘আনফলো’ করেছেন।
এই মুহূর্তে দু’জনই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। কার্তিকের ব্যক্তিগত জীবন এর আগেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে। শ্রীলীলার সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি যেমন নীরব ছিলেন, তেমনই সারা আলি খান ও অনন্যা পাণ্ডের সঙ্গে সম্পর্কের বিষয়ে একসময় খোলাখুলিই কথা বলেছিলেন।
এবারের এই নতুন নাম কি সত্যিই কার্তিকের জীবনে বিশেষ কেউ, নাকি শুধুই কাকতালীয় মিল—এ বিষয়ে আপাতত রহস্যই বজায় রয়েছে।
সূত্র: সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিনোদন সংবাদ
সিএ/এএ


