গেল বছর ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন বাঙালি অভিনেত্রী প্রান্তিকা দাস। কার্তিক আরিয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। সেই ছবির রেশ কাটতে না কাটতেই নতুন বছরের শুরুতে ফের সুখবর দিলেন অভিনেত্রী। আবারও একটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি।
আগের ছবির মতো এবারও প্রান্তিকাকে দেখা যাবে হরর-কমেডি ঘরানার সিনেমায়। নতুন এই ছবির নাম ‘জোর’। তিন বন্ধুর গল্পকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে ‘ভুল ভুলাইয়া ৩’-এর মতো পার্শ্ব চরিত্রে নয়, বরং মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রান্তিকা দাস।
ছবিতে তিন বন্ধুর চরিত্রে অভিনয় করছেন ঋষভ রাজ চাড্ডা (জিতু), আকাশ মাখিজা (গুড্ডু) এবং প্রান্তিকা দাস (সরস্বতী)। এ ছাড়া ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জয় সেনগুপ্তকে। হরর ও কমেডির মিশেলে তৈরি এই সিনেমায় প্রত্যেক চরিত্রেরই আলাদা গুরুত্ব রয়েছে বলে জানা গেছে।
বছরের শুরুতেই ফের বলিউডে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত প্রান্তিকা দাস। ছবিটি নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, “এই ছবিটা আমার কাছে ভীষণ স্পেশাল। সরস্বতীর চরিত্রটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং। সরস্বতীর জীবনে অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, আর সেগুলো পূরণ করার জন্য সে সব কিছু করতেও প্রস্তুত।”
অভিনেত্রী আরও বলেন, “নিজের সৌন্দর্যকেও সে নিজের লক্ষ্য পূরণের জন্য ব্যবহার করে। তবে ছবিতে বেশ কিছু ভয়ের দৃশ্য রয়েছে। শুটিং করতে গিয়ে সত্যিই ভয় পেয়েছি। আশা করছি, দর্শকদের ছবিটা খুব ভালো লাগবে।”
প্রসঙ্গত, কে এস এস প্রোডাকশন প্রযোজিত এবং গৌরব দত্ত পরিচালিত ‘জোর’ মুক্তি পাবে আগামী ১৬ জানুয়ারি। উল্লেখ্য, প্রান্তিকাকে সর্বশেষ দেখা গেছে গত বছর মুক্তিপ্রাপ্ত ‘ভর্গ’ ছবিতে, যেখানে তাঁর বিপরীতে ছিলেন সৌরভ দাস। চলতি বছরে বলিউডের পাশাপাশি একটি উড়িয়া ছবিতেও কাজ করতে চলেছেন এই বাঙালি অভিনেত্রী।
সিএ/এএ


