ঠান্ডা হাওয়া, কম আর্দ্রতা, ধুলাবালু এবং পানিশূন্যতার কারণে শীতকালে ঠোঁট খুব সহজেই শুষ্ক ও রুক্ষ হয়ে ফেটে যেতে পারে। অনেকের ক্ষেত্রে ঠোঁট কালচে হয়ে যাওয়া বা জ্বালাপোড়ার সমস্যা দেখা দেয়। তাই শীতকালে ঠোঁটের যত্ন কেবল সৌন্দর্যের বিষয় নয়, বরং ত্বকচর্চার একটি অপরিহার্য অংশ। এই সময় অনেকেই দ্বিধায় পড়েন, ঠোঁটের জন্য লিপগ্লস ব্যবহার করবেন নাকি লিপবামই হবে সবচেয়ে কার্যকর সমাধান।
লিপগ্লস, না লিপবাম?
হারমনি স্পা অ্যান্ড বিউটি স্যালনের স্বত্বাধিকারী ও রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা বলেন, লিপগ্লস মূলত ঠোঁটকে উজ্জ্বল ও আকর্ষণীয় দেখানোর জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত লিপস্টিকের ওপর একধরনের গ্লসি ফিনিশ আনার জন্য ব্যবহার করা হয়। যেহেতু লিপগ্লস প্রধানত প্রসাধনী, তাই তাৎক্ষণিকভাবে ঠোঁটকে সুন্দর দেখালেও এর ভেতরের আর্দ্রতা ধরে রাখতে পারে না। শীতকালে ঠোঁটের ভেতরের আর্দ্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
অন্যদিকে লিপবাম শীতকালের জন্য অপরিহার্য। লিপবাম ঠোঁটের ওপর একধরনের সুরক্ষাকবচ তৈরি করে, যা ঠোঁটের ভেতরের আর্দ্রতা ধরে রাখে এবং ঠোঁটকে দীর্ঘ সময় নরম ও মসৃণ রাখে। বাজারের লিপবামে শিয়া বাটার, ভিটামিন ই ও বিভিন্ন কার্যকরী প্রাকৃতিক তেলের মতো উপাদান থাকে, যা ঠোঁটকে পুষ্টি দেয় এবং ফাটা ঠোঁট দ্রুত সারাতে সহায়তা করে।
লিপবামের বড় সুবিধা হলো এটি ঘরেও সহজভাবে তৈরি করা যায়। এতে কোনো কৃত্রিম সুগন্ধি বা ক্ষতিকর রাসায়নিকের ঝুঁকি থাকে না। সংবেদনশীল ঠোঁটের জন্য এটি অত্যন্ত উপকারী এবং খরচও কম। রাহিমা সুলতানা জানান, ঘরোয়া লিপবামের জন্য প্রয়োজন হবে বিটরুট ও পেট্রোলিয়াম জেলি। চাইলে এতে দুটি ভিটামিন ই ক্যাপসুলও মেশানো যেতে পারে। বিটরুটের রস ও পেট্রোলিয়াম জেলি ডাবল বয়েলার পদ্ধতিতে গরম পানির ওপর রেখে ধীরে ধীরে মিশিয়ে ঠান্ডা হলে এতে ভিটামিন ই যোগ করতে হবে। এতে ঠোঁটের জন্য হালকা লালচে আভাও পাওয়া যায়।
দৈনন্দিন ব্যবহারের জন্য শীতকালে লিপবাম সবচেয়ে নিরাপদ ও কার্যকর। ঘুমানোর আগে মোটা করে লিপবাম লাগালে রাতভর ঠোঁটের আর্দ্রতা বজায় থাকে। সকালে উঠে টিস্যু বা নরম কাপড় দিয়ে স্তর মুছে দিলে মৃত কোষ ও ফাটা চামড়া উঠে যায় এবং ঠোঁট আরও নরম ও মসৃণ হয়। বাইরে বের হওয়ার আগে লিপবাম ব্যবহার করলে ঠান্ডা বাতাসের ক্ষতি থেকে ঠোঁট রক্ষা পাওয়া যায়। অনেক লিপবামে এসপিএফ থাকে, যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ঠোঁটকে রক্ষা করে। তাই শীতকালে ঠোঁটের প্রকৃত যত্ন নিতে চাইলে লিপগ্লস নয়, লিপবামই কার্যকর সমাধান।
সিএ/জেএইচ


