সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন অভিনেতা শরীফুল ইসলাম। হঠাৎই বিয়ের সাজে সাজানো কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে তিনি সৃষ্টি করেন ব্যাপক কৌতূহল। ছবিতে শরীফুলের সঙ্গে কনেসাজে এক তরুণীকেও দেখা যায়। পোস্টে তিনি লিখেছিলেন—‘আমাদের জন্য দোয়া করবেন।’
পোস্টটি প্রকাশের পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। শুভেচ্ছা বার্তায় ভরে ওঠে মন্তব্যের ঘর। অনুরাগী থেকে শুরু করে সহশিল্পীরা তাকে অভিনন্দন জানান এবং কবে বিয়ে করেছেন কিংবা কনে কে—তা জানতে চান অনেকেই।
তবে বিষয়টি বাস্তব নয় বলে নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। গণমাধ্যমকে তিনি জানান, ফেসবুক পেজের রিচ কমে যাওয়ায় ইচ্ছাকৃতভাবেই তিনি বিয়ের সাজে ছবি প্রকাশ করেছিলেন। তার ভাষায়, “বিয়ে করিনি। শুধু চেয়েছি সবাই একটু আগ্রহ দেখাক, তাই সাসপেন্স তৈরি করেছি।”
শরীফুল আরও বলেন, “কয়েক দিন ধরেই ফেসবুক পেজের রিচ খুবই কম। এখন তো সবাই ভিন্ন ভিন্ন কৌশলে রিচ বাড়ানোর চেষ্টা করে। তাই ছবিটা দিয়েছি। এখন সবাই মন্তব্য করছে। পরে বলেছি এটা শুটিংয়ের ছবি।”
জানা যায়, ভাইরাল হওয়া ছবিগুলো আসলে ‘সুদখোরের সুন্দরী বউ’ নামে নতুন একটি নাটকের দৃশ্য। এতে শরীফুলের সঙ্গে কাজ করেছেন নুসরাত সুলতানা। নাটকটি শিগগিরই প্রচার হবে অভিনেতার নিজের ইউটিউব চ্যানেলে।
ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেমন হাস্যরস তৈরি হয়েছে, তেমনি তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
সিএ/এএ


