বিটিএস তারকা জাংকুক এবং এসপার সদস্য উইন্টারকে নিয়ে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। দুজনের হাতে একই জায়গায় একই নকশার ট্যাটুর ছবি ৫ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে আলোচনা আরও জোরদার হয়।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, তাঁদের হাতে তিনটি কুকুরছানার মুখাকৃতির ট্যাটু, যা অনেকেই ‘কাপল ট্যাটু’ হিসেবে ব্যাখ্যা করছেন। এতে ধারণা করা হচ্ছে, তাঁরা নীরবে প্রেম করছেন।

গুঞ্জন বাড়ার আরেকটি কারণ—দুজনের ইনস্টাগ্রাম ইউজারনেমের ধরন একই রকম ছিল। উইন্টারের ইউজারনেম “I am Winter”, আর জাংকুকের ইউজারনেম আগে ছিল “I am Jungkooku”, যা পরে তিনি পরিবর্তন করেছেন।
এ ছাড়া স্টেজ পারফরম্যান্সে দুজনকে একই ডিজাইনের ইন–ইয়ার মনিটর ব্যবহার করতে দেখা গেছে। এটি নিয়েও ভক্তরা ‘গোপন সম্পর্ক’-এর ইঙ্গিত খুঁজছেন।

তবে এখন পর্যন্ত জাংকুকের প্রতিষ্ঠান বিগহিট মিউজিক বা উইন্টারের প্রতিষ্ঠান এসএম এন্টারটেইনমেন্ট—কেউই এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য দেয়নি। দুই এজেন্সির নীরবতাই গুঞ্জনকে আরও উসকে দিচ্ছে বলে মনে করছেন ভক্তরা।


