বহুমাত্রিক চরিত্র আর ছকভাঙা অভিনয়ের জন্য বলিউডে আলাদা অবস্থান তৈরি করা রাধিকা আপ্তে মাতৃত্বকালীন বিরতির পর আবারও পর্দায় ফিরছেন। প্রায় এক বছর পর তাঁর নতুন সিনেমা ‘সালি মোহব্বত’-এর ট্রেলার প্রকাশের মধ্য দিয়েই সেই প্রত্যাবর্তনের আভাস মিলেছে।
সমালোচকদের চোখে রাধিকা এমন এক অভিনেত্রী, যিনি জটিল ও পরীক্ষামূলক চরিত্রকে নিজের অভিনয়ে অন্য মাত্রায় পৌঁছে দেন। গত বছর মুক্তি পাওয়া ‘সিস্টার মিডনাইট’-এর পর ডিসেম্বরেই মা হওয়ার কারণে তিনি কিছুদিন অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন।
টিসকা চোপড়ার পরিচালনায় নতুন রহস্য
‘সালি মোহব্বত’ ছবিটি আরও বিশেষ হয়ে উঠেছে পরিচালকের কারণে—এই ওয়েব ফিল্মের মধ্য দিয়েই অভিনেত্রী টিসকা চোপড়া প্রথমবার পরিচালনায় নাম লিখিয়েছেন। ট্রেলারে দেখা গেছে গল্পের আবহে গভীর রহস্য, আবেগ ও অস্থিরতার সুর।
ছবির গল্প ফুরসতগড় নামের শান্ত শহরকে কেন্দ্র করে। সেখানে একাকী ও নিস্তরঙ্গ জীবন কাটান স্মিতা—রাধিকা আপ্তের অভিনয়ে। তার জীবনে হঠাৎ ঘটে যাওয়া ভয়াবহ ডাবল মার্ডার শহরজুড়ে যেমন অস্থিরতা সৃষ্টি করে, তেমনি স্মিতার একাকী জগৎেও নেমে আসে রহস্যের আঁধার। তদন্ত এগোতে থাকলে পরিষ্কার হয়—ঘটনা মোটেও সরল নয়।
স্মিতা কি কেবল একজন সাধারণ সাক্ষী, নাকি এই রহস্যের গভীরে লুকিয়ে আছে তাঁর অজানা কোনো সত্য? ট্রেলার সেই প্রশ্নকে আরও জোরালো করে তুলেছে।
অভিনেতাদের প্রতিক্রিয়া
চরিত্রটি নিয়ে রাধিকা বলেন,
“স্মিতার জগতে এক ধরনের নীরব অস্বস্তি আছে। এই চরিত্র আমাকে নিজের ভিতরকার জটিলতা খুঁজে দেখতে বাধ্য করেছে। টিসকার নির্দেশনাই সেই আবেগকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করেছে।”
পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করা দিব্যেন্দু শর্মা জানান,
“ট্রেলার প্রকাশের পর থেকেই দারুণ সাড়া পাচ্ছি। এমন ভিন্নধর্মী গল্পে কাজ করার সুযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার। রাধিকা যেভাবে চরিত্রটিকে ধারণ করেছেন, তা সত্যিই অসাধারণ।”
ফিল্মটিতে আরও অভিনয় করেছেন অনুরাগ কাশ্যপ, অংশুমান পুষ্কর, শরৎ সাক্সেনা, সৌরসেনী মৈত্র এবং বিশেষ উপস্থিতিতে কুশা কাপিলা। ইতোমধ্যে ছবিটি ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI) ও শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসা কুড়িয়েছে।
মুক্তি ১২ ডিসেম্বর
রহস্য ও মনস্তাত্ত্বিক থ্রিলারে ভরপুর এই ওয়েব ফিল্মটি আগামী ১২ ডিসেম্বর জি৫–এ মুক্তি পাবে।
প্রতিটি কাজে নতুনত্ব আনার জন্য পরিচিত রাধিকা আপ্তে এবারও দর্শকদের সামনে এক নতুন চমক নিয়ে হাজির হতে চলেছেন। এখন অপেক্ষা—‘সালি মোহব্বত’-এ তিনি কী নতুন রহস্যময় অন্ধকার উন্মোচন করেন।
সিএ/এএ


