ভারতীয় নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও সুরকার পলাশ মুচ্ছলের বহুল আলোচিত বিয়ে শেষ পর্যন্ত বাতিল হয়ে গেছে। বাগদান থেকে গায়েহলুদ, এমনকি সংগীত অনুষ্ঠান—সব আয়োজন সম্পন্ন হলেও আনুষ্ঠানিক বিবাহ আর হচ্ছে না বলে দুজনই নিশ্চিত করেছেন।
গত ২৩ নভেম্বর মহারাষ্ট্রের সাংলিতে তাদের বিয়ের কথা থাকলেও স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় অনুষ্ঠান স্থগিত করা হয়। এরপর থেকেই বিয়ে আদৌ হবে কি না—এ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়।
রবিবার দুপুরে ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে পৃথক বিবৃতিতে পলাশ ও স্মৃতি জানান, তাদের দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। পলাশ মুচ্ছল তার বিবৃতিতে লেখেন,
“আমি আমার জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং ব্যক্তিগত সম্পর্ক থেকে সরে দাঁড়াচ্ছি।”
একই সময়ে স্মৃতি মান্ধানাও সম্পর্ক ভাঙার বিষয়টি নিশ্চিত করেন।
সম্প্রতি বিয়ে স্থগিত হওয়ার পর পলাশকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুঞ্জন ছড়ায়—যার মধ্যে স্মৃতির সঙ্গে সম্পর্ক চলাকালে অন্য এক নারীর সঙ্গে প্রেমের অভিযোগও ছিল। এসব অভিযোগকে ‘ভিত্তিহীন ও মানহানিকর’ উল্লেখ করে পলাশ হুঁশিয়ারি দেন,
“যাঁরা মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আমার টিম কঠোর আইনি ব্যবস্থা নেবে। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।”
দীর্ঘদিন প্রেমের পর বিয়ে ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও অবশেষে পলাশ–স্মৃতি যুগলের সম্পর্কের ইতি টানলেই সেই অপেক্ষারও অবসান হলো।
সিএ/এএ


