২০২৫ সালে বলিউডে মুক্তিপ্রাপ্ত বেশ কিছু বিগ বাজেট ও তারকাখচিত সিনেমা বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পেতে ব্যর্থ হয়েছে। বিশাল বাজেট, তারকাসমৃদ্ধ কাস্ট ও প্রচারণা সত্ত্বেও দুর্বল গল্প, অনুজ্জ্বল চিত্রনাট্য ও নেতিবাচক সমালোচনার কারণে বেশ কয়েকটি ছবির ভাগ্যে জুটেছে ‘ফ্লপ’ তকমা। সালমান খান, শহীদ কাপুর থেকে শুরু করে হৃতিক রোশনের মতো তারকার ছবিও বছরের হতাশাজনক তালিকায় রয়েছে।
চলুন দেখে নেওয়া যাক, ২০২৫ সালের সেই সাতটি বড় বাজেটের সিনেমা—
১. গেম চেঞ্জার
দক্ষিণী তারকা রাম চরণ ও কিয়ারা আদভানির অভিনীত ‘গেম চেঞ্জার’ বছরের অন্যতম প্রত্যাশিত সিনেমা হলেও ধীরগতির বর্ণনা ও দুর্বল গল্প বলার কৌশলের কারণে দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়। ছবিটির আয় থেমে যায় ১৩১.১৭ কোটি টাকায়।
২. সিকান্দার
সালমান খানের ‘সিকান্দার’ মুক্তির আগেই ছিল ব্যাপক আলোচনায়। কিন্তু চেনা ধাঁচের গল্প, অনুমানযোগ্য প্লট ও দুর্বল স্ক্রিপ্টের কারণে ছবিটি ভরাডুবি করে। ভারতের নেট কালেকশন ছিল মাত্র ১০৯.৬৪ কোটি টাকা।
৩. ঠগ লাইফ
কমল হাসান অভিনীত ‘ঠগ লাইফ’ ছিল বছরের অন্যতম ব্যয়বহুল প্রকল্প। তবে নেতিবাচক রিভিউ ও প্রত্যাশা পূরণে ব্যর্থতার কারণে ছবিটি বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। বক্স অফিসে আয় দাঁড়ায় মাত্র ৪৮.১৮ কোটি টাকা।
৪. ওয়ার ২
হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের মতো বড় তারকার উপস্থিতিতেও ‘ওয়ার ২’ প্রত্যাশা অনুযায়ী চলেনি। প্রায় ৪০০ কোটি টাকার বাজেটে নির্মিত ছবিটি বিশ্বব্যাপী আয় করে মাত্র ৩৬৫ কোটি টাকা, ফলে লোকসান দাঁড়ায় ৪০ কোটিরও বেশি।
৫. দেবা
শহীদ কাপুরের ‘দেবা’ মুক্তির আগে তৈরি হয়েছিল বড়সড় আলোচনার ঝড়। তবে গৎবাঁধা গল্প, দুর্বল ট্রেলার ও মিশ্র প্রতিক্রিয়ার কারণে দর্শক আগ্রহ হারায়। ছবিটির আয় ছিল ৩৩.৯ কোটি টাকা।
৬. ইমার্জেন্সি
কঙ্গনা রানাউত অভিনীত রাজনৈতিক ড্রামা ‘ইমার্জেন্সি’ প্রেক্ষাগৃহে খুব একটা দর্শক টানতে পারেনি। ভারতের নেট কালেকশন মাত্র ১৮.৩৫ কোটি টাকা, যা বছরের অন্যতম ব্যর্থ ছবিতে পরিণত করেছে সিনেমাটিকে।
৭. আজাদ
মুক্তির আগে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনায় থাকলেও আমান দেবগন ও রাশা থাদানির প্রথম সিনেমা ‘আজাদ’ দর্শকদের মন ছুঁতে ব্যর্থ হয়। একঘেয়ে গল্পের কারণে ছবিটি আয় করে মাত্র ৮–৯ কোটি টাকা।


