শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘সোলজার’ নিয়ে নকলের অভিযোগ তুলেছে ভারতের জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার। তাদের দাবি, বলিউড কিং শাহরুখ খানের সুপারহিট ছবি ‘জব তাক হ্যায় জান’-এর ছায়া ঘনভাবে পড়েছে শাকিবের এবারের অ্যাকশন-রোমান্টিক সিনেমায়।
আনন্দবাজার বলছে, শাকিব খান বাংলাদেশের দর্শকদের কাছে দীর্ঘদিন ধরে ‘কিং খান’ নামে পরিচিত। একই উপাধিতে পরিচিত শাকিবের প্রিয় তারকা শাহরুখ খানও। আর এবার শোনা যাচ্ছে, শাকিবের এই নতুন সিনেমার কাহিনি ও চরিত্রায়ণে পাওয়া যাচ্ছে শাহরুখের ছবির প্রভাব।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘জব তাক হ্যায় জান’–এ শাহরুখের সঙ্গে ছিলেন দুই নায়িকা ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। ঠিক তেমনই ‘সোলজার’–এ শাকিবের বিপরীতে অভিনয় করছেন দুই অভিনেত্রী—তানজিন তিশা ও ঐশী। দাবি করা হয়েছে, তানজিন তিশার চরিত্র ‘আকিরা’র ছায়া অবিকল পাওয়া যাচ্ছে, যা ‘জব তাক হ্যায় জান’-এ আনুশকা শর্মা অভিনীত জনপ্রিয় চরিত্র।
যদিও ‘সোলজার’–এর নির্মাণ সংক্রান্ত কোনো পক্ষ থেকে এখনো নকলের অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। দর্শক ও ভক্তদের মধ্যে এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সিনেমাটি মুক্তির পরই প্রকৃত সত্য স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সিএ/এমআরএফ


