ঢাকাই সিনেমার দুই আলোচিত নায়ক-নায়িকা জায়েদ খান ও মাহিয়া মাহি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে দেখা গেছে দুজনকে একসঙ্গে, যেখানে তাদের কিছু ছবি গণমাধ্যমে প্রকাশ হয়েছে।
জায়েদ খান জানান, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত ঠিকানা টিভিতে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শীর্ষক টক শোতে মাহিয়া মাহি অতিথি হয়েছেন। তাই তাদের একসঙ্গ দেখা গেছে। জায়েদ খান বলেন, ‘মাহি ক্যারিয়ারের নানা চড়াই-উতরাইয়ের গল্পের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও কথা বলেছেন। আশা করি, বরাবরের মতো এই পর্বটিও সবার ভালো লাগবে।’
শোটি নিউইয়র্কে সেন্ট্রাল পার্কে ধারণ করা হয়েছে, এবং শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় ঠিকানার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সম্প্রচারিত হবে।
সিএ/এমআরএফ


