বলিউড সুপারস্টার শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’-এর টিজার প্রকাশের পরই নেটদুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। রূপালী চুল, বন্দুক হাতে নতুন অবতারে হাজির হয়েছেন শাহরুখ, আর সেই লুক নিয়ে ভক্তদের উচ্ছ্বাসের মাঝেই তৈরি হয়েছে নতুন এক বিতর্ক— তার পরনের পোশাক নিয়ে।
টিজারে শাহরুখকে দেখা গেছে নীল শার্টের ওপর বাদামী জ্যাকেট পরে। আশ্চর্যের বিষয়, একই ধরনের পোশাকেই দেখা গেছে হলিউড তারকা ব্র্যাড পিটকে, তার নতুন সিনেমা ‘এফ ওয়ান’-এর এক দৃশ্যে। এরপরই প্রশ্ন উঠেছে— কে কাকে নকল করলেন?
ইন্টারনেটে শুরু হয় তুমুল তর্ক। কেউ বলছেন, শাহরুখ নাকি ব্র্যাড পিটের পোশাক অনুকরণ করেছেন, আবার কেউ এটাকে বলিউডের ‘চিরাচরিত নকল প্রবণতা’ হিসেবে দেখছেন। তবে শাহরুখের ভক্তরা পাল্টা যুক্তি দিয়েছেন— এই পোশাক তিনি অনেক আগেই পরেছেন! তারা মনে করিয়ে দিয়েছেন, ২০১৭ সালের সিনেমা ‘জাব হ্যারি মেট সেজাল’-এও শাহরুখের পরনে এমনই একটি জ্যাকেট ছিল।
সেই সূত্র ধরেই অনেকেই বলছেন, বরং ব্র্যাড পিটই হয়তো শাহরুখের পুরোনো স্টাইল থেকে অনুপ্রাণিত হয়েছেন!
যদিও দুই অভিনেতার সিনেমাই এখনো মুক্তি পায়নি, তবে একটি জ্যাকেট ঘিরে দুই পক্ষের ভক্তদের মাঝে যে লড়াই চলছে, তা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। বিতর্কের শেষ কোথায়, তা এখনই বলা মুশকিল।
সিএ/এমআরএফ


