ঢাকাই সিনেমার প্রাক্তন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের নানা ছবি ভাগ করে নেন। এবার তিনি হাজির হয়েছেন সম্পূর্ণ ভিন্ন সাজে, যা মুগ্ধ করেছে তার ভক্তদের।
সম্প্রতি মেয়ের ১৪তম জন্মদিনে শাবনূর একগুচ্ছ ছবি পোস্ট করেন। সেই ছবিতে তাকে দেখা গেছে জাপানের ঐতিহ্যবাহী পোশাক কিমোনো পরে। বিশেষ এই মুহূর্তে শাবনূরের ব্যতিক্রমী সাজ যেন নতুন করে আলোচনায় এসেছে।
ছবিগুলো শেয়ার করে শাবনূর মেয়েকে ভালোবাসা জানিয়েছেন। ‘আদরের রাজকন্যা’কে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার আদরের রাজকন্যা।’ তিনি আরও লিখেছেন, ‘তোমার জন্মদিনে আমার একটাই কামনা যেন পৃথিবীর সব সুখ, ভালোবাসা আর সাফল্য তোমার জীবনে আসে। সবসময় তোমায় ভালোবাসি।’ শেষ করেছেন বিভিন্ন ভালোবাসার ইমোজি দিয়ে।
শাবনূরের এই পোস্টে নেটিজেনরা কমেন্টে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ লিখেছেন, ‘শুভ জন্মদিন। আল্লাহ তাআলা আপনার রাজকন্যাকে নেক হায়াত দান করুক, আমিন।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর।’
সিএ/এমআর